করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নোবেল বিজয়ী পেরুভিয়ান ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা। সোমবার তাকে স্পেনের মাদ্রিদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মারিও বার্গাস য়োসার সন্তান আলভারো বার্গাস য়োসা তার বাবা এবং তার দুই ভাইবোন গনসালো ও মরগানা বার্গাস য়োসার পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন, "কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শনিবার আমাদের বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
জুলাই মাসের ১ তারিখ থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭ বছর বয়সী এই ঔপন্যাসিক। টুইট বার্তায় আরও জানানো হয় যে, পরিবারের সদস্যরা য়োসার পাশে আছেন এবং সবচেয়ে সেরা পেশাদার চিকিৎসকরা তার চিকিৎসা করছেন।
মারিও বার্গাস য়োসা মাদ্রিদেই বসবাস করেন এবং পেরুভিয়ান নাগরিকত্বের পাশাপাশি তার স্প্যানিশ নাগরিকত্বও রয়েছে।
নোবেলবিজয়ী এ ঔপন্যাসিকের জন্ম ১৯৩৬ সালে পেরুর আরেকুইপাতে। য়োসার পরিবারে পুনরায় তার বাবার আবির্ভাবের আগপর্যন্ত তার মা-ই তাকে লালন-পালন করেছেন।
বাড়িতে প্রতিকূল পরিবেশের পাশাপাশি য়োসা পেরুর রাজনৈতিক টালমাটাল পরিবেশও নিজ চোখে দেখেছেন। এর মধ্যেই ১৯৪৮ সালে স্বৈরশাসক ম্যানুয়েল অদ্রিয়ার উত্থান ঘটেছিল।
১৯৬৩ সালে মারিও বার্গাস য়োসা তার প্রথম উপন্যাস 'দ্য টাইম অব দ্য হিরো' প্রকাশ করেন। য়োসা তার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে উপন্যাসটি লিখেছিলেন, যেখানে একটা নিষ্ঠুর মিলিটারি একাডেমিতে কিশোরদের টিকে থাকার জন্য সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
য়োসার সাহিত্যকর্মে সামাজিক পরিবর্তন ছিল একটি মূখ্য বিষয়। ১৯৯০ সালে এই নোবেলবিজয়ী ঔপন্যাসিক পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হেরে যাওয়ার তিন বছর পরে তিনি স্পেনের নাগরিক হন।
২০১০ সালে নোবেল প্রাইজ কমিটি মারিও বার্গাস য়োসাকে নোবেল পুরস্কারে ভূষিত করে। এর উদ্ধৃতিতে লেখা হয় যে, লেখনীর মাধ্যমে 'ক্ষমতা কাঠামোর মানচিত্র তুলে ধরা এবং ব্যক্তির প্রতিরোধ, বিদ্রোহ ও পরাজয়ের মর্মস্পর্শী চিত্র তুলে ধরার জন্য' য়োসাকে এই পুরস্কারে ভূষিত করা হলো।