প্রিগোজিন রাশিয়ায় ফিরে গেছেন: লুকাশেঙ্কো
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/07/06/prigozhin.jpg)
বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার গ্রুপের বিদ্রোহী নেতা ইয়েভগেনি প্রিগোজিন এখন আর বেলারুশে অবস্থান করছেন না এবং তার বাহিনী বেলারুশে অবস্থান করবে কি না তাও নিশ্চিত নয়। খবর রয়টার্স-এর।
বৃহস্পতিবার (৬ জুলাই) লুকাশেঙ্কোর এমন তথ্যের পর এখন গত মাসে বিদ্রোহের সমাপ্তি টানা চুক্তিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
গত ২৭ জুন লুকাশেঙ্কো বলেছিলেন, চুক্তি অনুযায়ী প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন।
কিস্তু বৃহস্পতিবার লুকাশেঙ্কো জানিয়েছেন, প্রিগোজিন এখন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন অথবা মস্কোয় চলে গেছেন।
'তিনি এখন বেলারুশের ভেতরে নেই,' মিনস্কে এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন।
লুকাশেঙ্কো আরও জানান, ওয়াগনার গ্রুপ রাশিয়া ত্যাগ করে বেলারুশে এসে আশ্রয় নেবে কি না, তা নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি এবং সেটি রাশিয়া ও ওয়াগনারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
বিষয়টি নিকট ভবিষ্যতে জানা যাবে বলে মন্তব্য করেন আলকেজান্ডার লুকাশেঙ্কো।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইকে এগিয়ে নিয়ে গেছে ওয়াগনার। কিন্তু ওয়াগনার প্রধান প্রিগোজিন রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন।
এরপর গত ২৪ জুন 'মার্চ অভ জাস্টিস' নাম দিয়ে মস্কোর উদ্দেশ্যে সদলবলে যাত্রা শুরু করেন প্রিগোজিন।
পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় হওয়া সমঝোতা অনুযায়ী প্রিগোজিন মস্কো অভিযাত্রা স্থগিত করতে রাজি হন। ওয়াগনার সেনারা নিজেদের ঘাঁটিতে ফিরে যেতে শুরু করে।