নিউজিল্যান্ডে নারী বিশ্বকাপের আগে বন্দুকধারীর গুলিতে নিহত ২
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে নির্মাণাধীন একটি স্থানে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নরওয়ে ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, সেখানেই এ গোলাগুলির ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং ৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
এ ঘটনার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস জানান, উদ্বোধনী টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। ঘটনায় কেবল একজন ব্যক্তিই জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ অন্য কাউকে খুঁজছে না বলেও উল্লেখ করেন তিনি।
হিপকিনস বলেন, 'স্পষ্টতই আজ সন্ধ্যায় ফিফা বিশ্বকাপ শুরু হওয়ায় অকল্যান্ডের দিকে অসংখ্য মানুষ তাকিয়ে আছে। সরকার আজ সকালে ফিফা আয়োজকদের সঙ্গে কথা বলেছে এবং টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী চলবে।"
তিনি আরও বলেন, "আমি পুনরায় বলতে চাই, জাতীয় নিরাপত্তার জন্য বড় কোনো হুমকি নেই। এটি একজন ব্যক্তির কাজ বলে মনে হচ্ছে।"
তবে একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে উল্লেখ করেন তিনি।
হিপকিনস জানান, বন্দুকধারী একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে হামলা চালায়। প্রথম জরুরি কল পাওয়ার এক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ।
অকল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি; তবে ধারণা করা হচ্ছে, ২৪ বছর বয়সী এই যুবক নির্মাণাধীন সাইটের কাজে নিযুক্ত ছিলেন।