দক্ষিণে লড়তে ব্যস্ত ইউক্রেন, এদিকে উত্তরে রাশিয়ার নতুন আক্রমণে পতনের মুখে কুপিয়ানস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাড়ে সাতশ মাইল লম্বা ফ্রন্টলাইনের অন্যতম সক্রিয় অংশ ইউক্রেনের কুপিয়ানস্ক শহর। এটির প্রবেশপথে একটি বিলবোর্ডে বড় করে লেখা: 'কুপিয়ানস্কই ইউক্রেন!!!'
বিলবোর্ডের অপর অংশের ছবিতে সশস্ত্র একজন সেনাকে একটি হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে একটি ফোন নাম্বার ও একটি প্রশ্ন।
প্রশ্নটি হলো: 'ইউক্রেনের বেইমান দেশদ্রোহীদের ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে?'
রুশ সীমান্ত থেকে স্রেফ ২৫ মাইল দূরে অবস্থিত কুপিয়ানস্ক। যুদ্ধ শুরুর পর রুশ বাহিনী শহরটি দখল করে নিয়েছিল, একেবারে বিনা রক্তপাতে।
ছয় মাস রাশিয়ার অধীনে ছিল শহরটি। এরপর সেপ্টেম্বর মাসে খারকিভে পাল্টা আক্রমণ চালানোর সময় ইউক্রেন পুনরায় কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ ফিরে পায়।
এখন দক্ষিণে ইউক্রেন পাল্টা আক্রমণ পরিচালনা করছে। এদিকে রাশিয়ানরা উত্তরে নতুন করে আক্রমণ চালিয়ে হারানো ভূমি পুনর্দখল করার পরিকল্পনা করছে।
কুপিয়ানস্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর রুশদের জন্য। এর আগে তারা এটিকে রসদকেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল। শহরটির অনেক বাসিন্দা আশঙ্কা করছেন, রুশ আতঙ্ক আবার দেখা দেবে তাদের শহরে।
'দ্বিতীয়বারের দখলে কেউ টিকে থাকতে পারে না,' কুপিয়ানস্কের মধুব্যবসায়ী লিউডমিলা সেজোনোভার ভাষ্য। আগেরবার রাশিয়ানরা আসার পর মাসের পর মাস তিনি ঘরেই কাটিয়েছেন।
দেশপ্রেমিক ইউক্রেনীয় হওয়ার দরুন রুশদের রোষানলে যেন পড়তে না হয়, সে আশায় ঘরবন্দি জীবন কাটিয়েছিলেন সেজোনোভা।