জোট সম্প্রসারণে সদস্য দেশগুলো রাজি হওয়ায়, নতুন নাম ‘ব্রিকস প্লাস’ রাখার প্রস্তাব চীন ও রাশিয়ার
ব্রিকসের সদস্য দেশগুলো জোটটি সম্প্রসারণে ঐক্যমত্যে পৌঁছেছে। ফলে আগামীদিনে জোটের সম্প্রসারণ প্রায় নিশ্চিত।
এই প্রেক্ষাপটে জোটের নতুন নাম 'ব্রিকস প্লাস' রাখার প্রস্তাব করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ব্রিকসে এপর্যন্ত ২০টি দেশ যোগদানের আগ্রহ দেখিয়েছে। আর তাতে সমর্থন দিয়েছে প্রতিষ্ঠাকালীন সদস্য- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
আগ্রহী দেশগুলোর বেশিরভাগই উন্নয়নশীল অর্থনীতির দেশ।
তবে ব্রিকসের পক্ষ থেকে ছয়টি দেশ—আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।