ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ২০২১ সালের মার্কিন ক্যাপিটলে হামলায় ভূমিকার জন্য চরমপন্থী মিলিশিয়া গ্রুপ প্রাউড বয়েজ-এর দুই সিনিয়র সদস্যকে বৃহস্পতিবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আত্মস্বীকৃত আধাসামরিক এই গোষ্ঠীর ফ্লোরিডার নেতা জো বিগসকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র এবং অন্যান্য অভিযোগের জন্য ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রাউড বয়েজ-এর ফিলাডেলফিয়া শাখার নেতা জাচারি রেহলকে একই অভিযোগে ১৫ বছরের জেল দেয়া হয়েছে।
ট্রাম্পের বারবার ব্যাপক ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগের পর জো বাইডেনের নভেম্বর ২০২০ সালের নির্বাচনে বিজয় জোরপূর্বক উল্টে দেওয়ার জন্য তাদেরকে হামলার মূল ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন প্রসিকিউটররা।
হোয়াইট হাউসে একটি সমাবেশের পর ট্রাম্প সমর্থকদের নির্বাচনের ফলাফলের স্বীকৃতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ক্যাপিটলে মিছিল করার আহ্বান জানিয়েছিলেন এ কথা উল্লেখ করে বিচারক টিমোথি কেলি বৃহস্পতিবার বলেছেন, এটি 'আমাদের আমেরিকানদের সবচেয়ে মূল্যবান শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্য ভেঙে দিয়েছে। যা ছিল আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি।'
প্রসিকিউটরদের আহ্বান প্রত্যাখ্যান করেন বিচারক কেলি। কারণ তারা ৩৩ বছর কারাদণ্ডের আবেদন করেছিলেন। কিন্তু কেলি বলেছিলেন আক্রমণটি খুব কমই একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিগস বা রেহল কাউকেই হত্যা করেনি।