'কমব্যাট ডিউটি'-তে রাশিয়ার সর্বাধুনিক সারমাত পারমাণবিক ক্ষেপণাস্ত্র
পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাতকে 'কমব্যাট ডিউটি'-তে মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমসের প্রধান ইউরি বোরিসভ তথ্যটি নিশ্চিত করেছেন।
সারমাত রাশিয়ার এমনই এক 'সুপারওয়েপন' যে, ক্ষেপণাস্ত্রটির কারণে শত্রুরা দেশটিকে হুমকি প্রদান করতে 'দুবার ভাবতে' বাধ্য হবে বলে সতর্ক করেছিলেন পুতিন।
গত শুক্রবার রুশ বার্তা সংস্থার রিপোর্টে ইউরি বোরিসভ বলেন, "সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে।"
চলার সময় গতিপথ পরিবর্তন করতে পারা ক্ষেপণাস্ত্রটি ২০১৮ সালে তৈরি করা হয়েছে। এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২০২২ সালের শেষের দিকে মোতায়েনের কথা ছিল।
তাস নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, সারমাত প্রায় ১০ টন পর্যন্ত ওজনের পেলোড বহন করার ক্ষমতা রাখে। এর দূরপাল্লার সক্ষমতাও চমকে দেওয়ার মতো। উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত বিশ্বের যেকোনো প্রান্তে ক্ষেপণাস্ত্রটি ওয়ারহেড পাঠাতে সক্ষম।
এ সম্পর্কে হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত শুক্রবার জানান, রাশিয়া প্রকৃতপক্ষেই সারমাত ক্ষেপণাস্ত্রটিকে 'কমব্যাট ডিউটি'-তে রেখেছে কি-না, এমন তথ্য নিয়ে কথা বলার মতো অবস্থানে তিনি নেই।
এদিকে গত ফেব্রুয়ারি মাসেই পুতিন সতর্ক করেছিল যে, রাশিয়ার কাছে থাকা অন্যতম অত্যাধুনিক অস্ত্র সারমাত খুব শীঘ্রই মোতায়েনের জন্য প্রস্তুত হবে।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু দুই মাস পরও পুতিন নিজেদের কাছে থাকা সারমাত ক্ষেপণাস্ত্রটির কথা প্রতিপক্ষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, "ক্ষেপণাস্ত্রটি বহিরাগত হুমকি থেকে নির্ভরযোগ্যভাবে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। একইসাথে যারা আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে রাশিয়াকে হুমকি প্রদানের চেষ্টা করে, তাদের 'দুবার ভাবতে' বাধ্য করবে।"
রাশিয়ান কর্তৃপক্ষের তথ্যমতে, সারমাত ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ টি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। তবে মার্কিন মিলিটারি বাহিনীর ধারণা মতে, এটি সর্বোচ্চ ১০ টি ওয়ারহেড বহন করতে পারবে।
ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটিকে 'সাতান' সাংকেতিক নামে নামে ডাকা হয়। এটিকে খুব স্বল্প সময়ের মধ্যে হামলার জন্য প্রস্তুত করা যায়। তাই প্রতিপক্ষের নজরদারি ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করে ভূপাতিত করতে খুব কম সময় পাবে। একইসাথে ওজনে প্রায় ২০০ টনের ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৮ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সারমাত ১৯৮০ এর দশকের সোভিয়েত-যুগের ভয়েভোদা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিস্থাপন করেছে। ন্যাটো এটিকে এসএস-১৮ নাম দিয়েছিল। ১৯৮৮ সাল থেকে ঐ ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার অস্ত্রাগারে রয়েছে।
গত বছরের এপ্রিলে সারমাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পুতিন। এটি মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে প্লেসেটস্ক অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়। পরবর্তীতে ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়।