মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২,০০০-এর বেশি
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে মরক্কোতে শক্তিশালী এক ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম হতাহতের এ তথ্য জানিয়েছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মারাকেশের ৭২ কিমি (৪৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ১৮.৫ কিলোমিটার গভীতায় এটলাস পর্বতমালা ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ৬.৮ মাত্রায় আঘাত হানে ভূমিকম্পটি। এর ১৯ মিনিট পরেই আঘাত হানে আরেকটি আফটারশক।
গত ছয় দশকের মধ্যে মরক্কোতে এটিই সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প বলে উল্লেখ করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মারাকেশ এবং দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় মানুষ মারা গেছে। এক স্থানীয় কর্মকর্তা জানান, বেশিরভাগ মৃত্যু হয়েছে পাহাড়ি এলাকায়; দুর্গম অঞ্চল হওয়ায় যেখানে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ২,০১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন ২,০৫৯ জন, যাদের মধ্যে ১,৪০৪ জনের অবস্থা গুরুতর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, ভূমিকম্পের ফলে অনেক ভবনের দেওয়াল ফেটে গেছে; ভবনের অংশ ধসে পড়েছে; এতে আতঙ্কিত হয়ে রাস্তায় রাত কাটিয়েছে মানুষ।
ভূমিকম্পের কেন্দ্রস্থল এটলাস পর্বতমালার প্রত্যন্ত অঞ্চলে হলেও কাসাব্লাঙ্কা, এসাউইরা এবং রাজধানী রাবাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।