মাসিক ফি গুণতে হতে পারে 'এক্স' ব্যবহারকারীদের: ইলন মাস্ক
নেটফ্লিক্স থেকে শুরু করে ডিজনি, আমাজন থেকে শুরু করে ওয়ালমার্ট এবং আরও অসংখ্য পরিষেবা অর্থের বিনিময়ে গ্রহণ করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর শীঘ্রই সম্ভবত সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইট এক্স-এর (প্রাক্তন টুইটার) নাম।
সিএনবিসি সূত্রে জানা যায়, সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে ইলন মাস্ক বলেছেন, তাঁর প্রতিষ্ঠান "এক্স সিস্টেম ব্যবহারের জন্য সামান্য মাসিক পেমেন্ট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে।" এর কারণ হিসেবে তিনি বলেন, 'অসংখ্য বট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে লড়াই করার এটাই উপায়।'
তবে এক্স প্ল্যাটফর্মে কবে থেকে এ পরিবর্তন আসবে, খরচ কত হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি মাস্ক।
তাছাড়া, এক্স-এ কি পরিমাণ বটের উপস্থিতি রয়েছে সেটিও বলেননি তিনি। তবে এই বিলিয়নিয়ার দাবি করেছেন, 'এক্স' প্ল্যাটফর্মটিতে বর্তমানে ৫৫০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী রয়েছেন।
টাকার বিনিময়ে সাবস্ক্রিপশনের বিষয়টি এর আগেও চিন্তা করেছেন মাস্ক। উল্লেখ্য যে, এক্স-এ ইতোমধ্যেই 'এক্স প্রিমিয়াম' (যা আগে টুইটার ব্লু নামে পরিচিত ছিল) নামক একটি সাবস্ক্রিপশন রয়েছে যা মাসিক ৮ ডলার থেকে শুরু এবং এর বিনিময়ে 'ব্লু টিক' মিলবে। যদিও একসময় এই ব্লু টিক ছিল অনলাইন প্ল্যাটফর্মটিতে প্রভাবশালী অ্যাকাউন্টগুলোর সত্যতা যাচাইয়ের প্রতীক এবং যোগ্যতা প্রমাণের বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই এই ব্লু টিক মিলতো।
'এক্স' প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলাপ করতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইলন মাস্কের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। অন্যদিকে, মাস্ক ইসরায়েলে তাঁর বিচারিক সংস্কারের বিষয়ে জানতে চান। সোমবার একটি লাইভস্ট্রিম ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়েও আলোচনা করেন তারা।
নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষী বার্তা ছড়িয়ে পড়লেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে মাস্কের বিরুদ্ধে। অন্যদিকে, নিজ দেশে এবং বিদেশে রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি হচ্ছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে সান ফ্রান্সিসকো বে এরিয়াতে নেতানিয়াহুর এই হাই-প্রোফাইল সফর আলোড়ন সৃষ্টি করেছে।
আলাপচারিতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মাস্ক দুজনকেই হাস্যরসে মেতে উঠতে দেখা যায়। তবে তাদের আলোচনায় বাকস্বাধীনতা এবং এক্স-এ ইহুদিবিদ্বেষ ছড়ানোর বিষয়টিও উঠে আসে। এসময় নেতানিয়াহু মাস্ককে বলেন, তাঁর প্রত্যাশা যে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সীমারেখার মধ্যে থেকেই মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষসহ অন্যান্য ধর্মবিদ্বেষ প্রতিহত করার পদক্ষেপ নেবেন।
"আমি আপনাকে ভারসাম্য বজায় রাখার জন্য উৎসাহিত করছি এবং জোর দিচ্ছি", বলেন নেতানিয়াহু।
মাস্ক বলেন, 'এক্স' প্ল্যাটফর্মে দিনে ১০০ থেকে ২০০ মিলিয়ন পোস্টের মধ্যে 'দুয়েকটা খারাপ পোস্ট থাকতেই পারে'। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নীতিতে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও প্রসারকে সমর্থন না করার কথা পুনর্ব্যক্ত করেন মাস্ক।
ইলন মাস্কের অধীনে মাইক্রোব্লগিং সাইটটির বিভিন্ন নীতিতে পরিবর্তন আনা হয়েছে, যার ফলে আপত্তিকর পোস্টগুলো আর এখন সম্পূর্ণ মুছে ফেলা হয় না, বরং ব্যবহারকারীদের কাছে এগুলো খুব কম পৌঁছায়। অর্থাৎ, কেউ এ ধরনের পোস্ট দেখতে চাইলে তাকে নিজে খুঁজতে হবে। মাস্ক এটিকে 'বাকস্বাধীনতা, কিন্তু নাগাল পাওয়ার স্বাধীনতা নয়' বলে অভিহিত করেছেন।