‘দ্য ম্যান ফ্রম আংকল’-এর হার্টথ্রব স্পাই ডেভিড ম্যাককালাম মারা গেছেন
স্কটিশ বংশোদ্ভূত অভিনেতা ডেভিড ম্যাককালাম সোমবার (২৫ সেপ্টেম্বর) ৯০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা গেছেন।
দ্য ম্যান ফ্রম আংকল সিরিজে রহস্যময় রুশ স্পাই ইলিয়া কুরিয়াকিনের চরিত্রে অভিনয় করে ৬০-এর দশকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন ম্যাককালাম। এরপর ৪০ বছর পরে টেলিভিশন সিরিজ এন সি আই এস-এ অভিনয় করে পুনরায় খ্যাতির তুঙ্গে ওঠেন তিনি।
তার মৃত্যুর খবর এন সি আই এস এক্স-এ (অধুনালুপ্ত টুইটার) প্রকাশ করে। তবে মৃত্যুর বিষয়ে আর কোনো তথ্য জানানো হয়নি।
লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অভ ড্রামাটিক আর্ট-এ অভিনয় শিখেছিলেন ম্যাককালাম। বাচনভঙ্গি আর পোশাকের বিচিত্র ব্যবহারে নিজের চরিত্রকে আরেকটু উজ্জ্বল করে ফুটিয়ে তুলতে পারতেন তিনি।
ডেভিড ম্যাককালামের অভিনয়ের অভিজ্ঞতাও সমৃদ্ধ। থিয়েটার, সিনেমা, টেলিভিশন — সব জায়গায় রয়েছে তার কৃতিত্বের স্বাক্ষর। শেক্সপিয়ারের জুলিয়াস সিজার থেকে শুরু করে অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ বেন ১০: আল্টিমেট এলিয়েন-এ প্রফেসর প্যারাডক্সের কণ্ঠ দেওয়া; চুটিয়ে কাজ করেছেন ম্যাককালাম।
১৯৬৪ সালে দ্য ম্যান ফ্রম আংকল-এ নেপোলিয়ন সোলো'র সাইডকিক ইলিয়া কুরিয়াকিনের চরিত্রে অভিনয় করেন ডেভিড ম্যাককালাম। কাল্পনিক ইউনাইটেড নেটওয়ার্ক কমান্ড ফর ল অ্যান্ড এনফোর্সমেন্ট নামক এক সংস্থাকে ঘিরে নির্মিত সিরিজটিতে ম্যাককালামের চরিত্রের কেবল চারটি সংলাপ ছিল।
ওই সিরিজে অভিনয় করে তিনি দুইবার অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।
তরুণ ভক্তদের চুম্বকের মতো আকর্ষণ করতেন ম্যাককালাম। ১৯৬৫ সালে লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটি অ্যাট ব্যাটন রুজ-এ এক প্রচারণা সফরে গেলে নারী ভক্তদের কাছ থেকে উদ্ধার পেতে তাকে পুলিশের সাহায্য নিতে হয়েছিল।
২০০৩ সালে সিবিএস-এর ক্রাইম সিরিজ এন সি আই এস-এ ডোনাল্ড ম্যালার্ড নামক একজন খেয়ালি মেডিকেল পরীক্ষকের চরিত্রে অভিনয় করে নতুন করে লাইমলাইটে আসেন ম্যাককালাম।
১৯৩৩ সালের ১৯ সেপ্টেম্বর গ্লাসগোয় এক সঙ্গীত সমঝদার পরিবারে জন্ম হয় ডেভিড ম্যাককালামের। তার বাবা ছিলেন বেহালাবাদক। আর মা বাজাতেন সেলো।
১৯৫১ সালে ব্রিটিশ সেনাাবাহিনীতে তাকে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হয়। প্রায় দুই বছর সেনাবাহিনীতে কাজ করেছিলেন তিনি। সেখানকার পাট চুকিয়েই অভিনয়ের দুনিয়ায় প্রবেশ করেন।