নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/09/30/visa_us_eritrea.jpg)
মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি জানিয়েছেন, এ নিয়ে দেশটির এক হাজারেরও বেশি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।
এর আগেও ওয়াশিংটন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের শীর্ষ কর্তা-ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারমধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো, তার তিন সন্তান, বেশকিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিরা রয়েছেন।
মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ওর্তেগা সরকার সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী দলীয় রাজনীতিবিদ, সংবাদমাধ্যম, ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চগুলোর ওপর ব্যাপক দমনপীড়ন চালিয়ে আসছে।
মূলত এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আবারও শ'খানেক কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, "গেল আগস্ট থেকে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো স্বেচ্ছাচারীতা দেখিয়ে দেশটির উচ্চশিক্ষার সবচেয়ে বিখ্যাত দুটি প্রতিষ্ঠান সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল আমেরিকান ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ ও জব্দ করেছেন।"
"ওর্তেগা এবং মুরিলো স্বাধীন একাডেমিক প্রতিষ্ঠানগুলোকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছেন, যা নিকারাগুয়ানদের তাদের স্বদেশে একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলার আশা-আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করেছে," যোগ করেন ব্লিঙ্কেন।