হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের সম্পর্কে যা জানা গেছে
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের 'উল্লেখযোগ্য সংখ্যক' নাগরিক ও সেনাদের গাজা উপত্যকায় জিম্মি করে রেখেছে হামাস। খবর বিবিসির।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস বলেন, এদের মধ্যে কেউ কেউ জীবিত রয়েছেন, কিছু ব্যক্তি এরমধ্যে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জিম্মিদের মধ্যে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা রয়েছেন।
তিনি বলেন, 'এর আগে পর্যন্ত এত সংখ্যক ইসরায়েলি বন্দি হওয়াটা অকল্পনীয় ছিল। এটি এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে।'
হামাস জানায়, তারা ডজনখানেকের চেয়েও 'কয়েকগুণ বেশি' ইসরায়েলিকে বন্দি করেছে। তাদের গাজা উপত্যকায় নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে রাখা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বন্দিদের সুরক্ষার দায় হামাসের; 'তাদের ক্ষতি যারা করবে, তাদের ওপর প্রতিশোধ নেওয়া হবে।'
ভিডিও ফুটেজে বাড়ি থেকে ইসরায়েলিদের বন্দি করে নিয়ে যেতে দেখা গেছে
হামাস যোদ্ধাদের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের অসংখ্য ভিডিও অনলাইনে এসেছে।
পোস্ট হওয়া এমন একটি ভিডিও'র সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে বিবিসি। ভিডিওতে ইসরায়েলি বন্দিদের বহনকারী একটি ট্রাককে গাজা উপত্যকায় জনতার ভিড়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে দেখা গেছে।
গাজা উপত্যকার ভিডিও বলে জিও-লোকেশনের মাধ্যমে শনাক্ত করা আরেকটি ভিডিওতে একজন নারীকে একটি ট্রাকের পেছনে নিয়ে যেতে দেখা গেছে। তার রক্তাক্ত হাত দুটি পিছমোড়া করে বাঁধা ছিল।
পার্টি থেকেও অপহৃত হয় অনেকে
গাজা থেকে বেশি দূরের নয় দক্ষিণ ইসরায়েলের ওফাকিম শহর। এখানকার কিবুজ রেইম এলাকার এক আউটডোর পার্টি থেকে বেশ কয়েকজনকে বন্দি করেছে হামাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোটরসাইকেল আরোহী ছিল, তারা পার্টিতে যোগ দেওয়াদের উদ্দেশ্যে গুলি ছুঁড়তে থাকে। অনেকরই খোঁজ এখনও পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে জিম্মি এক নারীকে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যেতে দেখা গেছে। তবে এ ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বিবিসি।
তবে ভিডিও দেখে ওই নারীকে চিনতে পেরেছেন তার সঙ্গীর ভাই মোশে ওর। তার জানান, অপহৃতার নাম নোয়া আর্গামানি।
মোশে ওর জানান, তার ভাই ও তার সঙ্গী নোয়া দুজনেই নিখোঁজ, এ সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর পরে তিনি এই ভিডিওটি দেখেন।
ইসরায়েলের চ্যানেল ১২- কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ভিডিওতে আমি নোয়াকে ভীত, সন্ত্রস্ত অবস্থায় দেখেছি। তার মনে কি চলছিল– তা কল্পনা করাও কঠিন। সে মোটরসাইকেলে বসা অবস্থায় আতঙ্কে চিৎকার করছিল।'
ইসরায়েলি শহরগুলোয় জিম্মি পরিস্থিতি
দক্ষিণ ইসরায়েলের অন্তত দুটি স্থান থেকে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্ত করেছে দেশটির সামরিক বাহিনী।
ইসরায়েলি টিভি চ্যানেলগুলো জানায়, কিব্বুজ বি'এরি শহরের একটি ডাইনিং রুমে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছিল, তাদের ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সেখানে ৫০ জনের মতোন ইসরায়েলিকে বন্দি করে রাখা হয়েছিল।
বার্তাসংস্থা রয়টার্সকে এল্লা নামের এক নারী জানান, শহরের একটি বম্ব শেল্টারে তিনি কয়েকঘণ্টা ধরে আত্মগোপন করেছিলেন।
'বাইরে আমরা গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমাদের জানানো হয়, সন্ত্রাসীরা ডাইনিং হলে আছে। এদিকে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমি জানতাম আমার বাবা অপহৃত হয়েছেন, কিন্তু কেউ আমাদের বলছিল না তার সাথে কী হয়েছে। আমি জানি না, আমার মা বেঁচে আছেন কিনা।'
বি'এরির রাস্তায় হামাসের যোদ্ধারা জিম্মিদের খালি পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এমন একটি ভিডিও দেখেছে বিবিসি। তবে এই জিম্মিদের ওই ডাইনিং হল থেকে নিয়ে আসা হয়েছে কিনা– সেবিষয়ে নিশ্চিত হতে পারেনি।