ফুরিয়ে আসছে গাজার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের জ্বালানি: কর্তৃপক্ষ
জ্বালানি ফুরিয়ে আসায় গাজায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাটির কার্যক্রম ঘণ্টাখানেকের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন বোমাবর্ষণের কারণে গাজায় ব্যাপকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্নতা অব্যাহত রয়েছে।
এর আগে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছিলেন, "গাজা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস। শীঘ্রই এখানেও জ্বালানি শেষ হয়ে যেতে পারে।"
শনিবার (৭ অক্টোবর) সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। পরে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।
শনিবার সকালে হামলা শুরুর পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় খাদ্য ও ওষুধসহ সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়।