গাজা উপত্যকার কাছে ইসরায়েলের ৩ লাখ সেনা মোতায়েন
গাজা উপত্যকার কাছে বর্তমানে অন্তত তিন লাখ ইসরায়েলি সেনা অবস্থান করছে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র জোনাথন কনরিকাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বতন টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় জোনাথন বলেন, 'গাজা উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলোতে আমরা আমাদের বিভিন্ন ব্রিগেড এবং ডিভিশন থেকে সাঁজোয়া ও পদাতিক সেনা, আর্টিলারি কর্পস এবং রিজার্ভ থেকে আরও অনেক সৈন্যসহ অন্তত তিন লাখ সেনা পাঠিয়েছি। তারা এখন গাজা উপত্যকার কাছাকাছি অবস্থান করছে। ইসরায়েল সরকারের দেওয়া মিশনটি কার্যকর করার জন্য তারা সেখানে প্রস্তুত রয়েছে।'
তিনি আরও বলেন, 'মিশনের মাধ্যমে এটি নিশ্চিত করা হবে- এই যুদ্ধ শেষে হামাসের এমন কোনো সামরিক সক্ষমতা থাকবে না- যা দিয়ে তারা ইসরায়েলি বেসামরিকদের জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে কিংবা তাদেরকে হত্যা করতে পারে।'
গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলার পর থেকে ইসরায়েল ও গাজা উপত্যকা শাসনকারী হামাস গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ১,৩০০ জন নিহত হয়েছেন। এরমধ্যে হামাসের হামলায় ১,২০০ জন ইসরায়েলি এবং ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।