ইসরায়েলের হামলায় গাজায় ৭০০-এর বেশি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ
ইসরায়েলের হামলায় গতকাল (শনিবার) পর্যন্ত গাজা উপত্যকায় ৭০০-এর বেশি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে আহত ফিলিস্তিনি শিশুর সংখ্যা প্রায় ২,৪৫০ জন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইউনিসেফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী গাজায় স্থল আক্রমণ করলে এই সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
ইউনিসেফের মুখপাত্র সারা আল হাত্তাব গতকাল (শনিবার) গণমাধ্যম সিএনএন-কে বলেন, "স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও গণমাধ্যমে সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হামলায় অন্তত ২,২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে নিহত শিশুর সংখ্যা ৭০০-এর বেশি। আর আহত শিশুর সংখ্যা অন্তত ২,৪৫০ জন। সবমিলিয়ে প্রায় ৮,৭১৪ জন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।"
গতকাল (শুক্রবার) ইউনিসেফের পক্ষ থেকে চলমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি প্রদান করা হয়। ঐ বিবৃতিতে বলা হয়, "শত শত শিশু নিহত ও আহত হয়েছে। প্রতি ঘণ্টায় এই সংখ্যা আরও বাড়ছে।"
ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, "শিশু হত্যা বন্ধ করতে হবে। প্রকাশিত ছবিগুলোতে পরিষ্কারভাবে ভয়ানক পোড়া, মর্টারে ক্ষত এবং অঙ্গ হারানো শিশুদের দেখা যাচ্ছে। হাসপাতালগুলিতে তাদের চিকিৎসার জন্য চলছে তোড়জোড়।"
অন্যদিকে এলডার আরও বলেন, "গাজায় জিম্মি হওয়া ইসরায়েলি শিশুদের অবশ্যই নিরাপদে এবং অবিলম্বে তাদের পরিবার এবং প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে হবে।" এক্ষেত্রে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর বড়মাত্রায় আচমকা হামলা চালায় হামাস। ওই হামলায় ১,৩০০ ইসরায়েলি নিহত হন। তার পরেই পাল্টা আক্রমণে যায় ইসরায়েল।
এদিকে গত শুক্রবার গাজা শহরের ১০ লাখের বেশি বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্তজুড়ে বিপুল সংখ্যক ট্যাংক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা। ইসরায়েল এখন গাজায় স্থল অভিযান শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল (শনিবার) স্থানীয় সময় সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টা সময়ের ব্যবধানে দুটি রাস্তা ব্যবহার করে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার ফের নির্দেশনা দিয়েছে আইডিএফ।
এদিকে, গাজার জন্য চিকিৎসাসামগ্রী নিয়ে আসা জাতিসংঘের বিমান মিশরে অবতরণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন।