ফিলিস্তিন থেকে ‘জর্ডান-মিশরে কোনো শরণার্থী নয়’: জর্ডানের বাদশাহ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মঙ্গলবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনি শরণার্থীদের মিশর বা জর্ডানে জোরপূর্বক পাঠানোর বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, মানবিক এ পরিস্থিতি অবশ্যই গাজা ও পশ্চিম তীরের ভেতরে সামলাতে হবে।
'এটা একটা সীমারেখা। কারণ আমি মনে করি এভাবে একটা কার্যত ইস্যু তৈরি করাই নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর পরিকল্পনা। জর্ডানে কোনো শরণার্থী নয়, মিশরে কোনো শরণার্থী নয়,' বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ-এর সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর রয়টার্স-এর।
যৌথ সংবাদ সম্মেলনে শোলজ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া রোধে আহ্বান জানান। তিনি বলেন, 'আমি হিজবুল্লাহ আর ইরানকে সংঘাতে জড়িয়ে না পড়তে স্পষ্টভাবে সতর্ক করছি।'