ইসরায়েলের পক্ষেই সাফাই বাইডেনের: হাসপাতালে হামলা করেছে ‘অন্যরা, ইসরায়েল নয়’
বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ে একাত্মতা প্রকাশের পাশাপাশি তিনি গাজার হাসপাতালে হামলা নিয়ে ইসরায়েলের দাবিকে সমর্থন করেছেন।
ইসরায়েল দাবি করেছে হাসপাতালে হামলা করেছে ফিলিস্তিনি 'সশস্ত্র গোষ্ঠী'রা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন হাসপাতালে হামলার বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা দল তদন্ত করবে। তখন অনেকে মনে করেছিলেন, হামলার বিষয়ে হয়তো মার্কিনীরা আলাদা করে তদন্ত করবে।
কিন্তু এখন মনে হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন ইতোমধ্যে এ হামলার পেছনে কারা জড়িত সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন: 'গতকাল গাজায় হাসপাতালে বিস্ফোরণে আমি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। আর আমি যা দেখেছি, তা-তে মনে হচ্ছে এটি (হামলা) অন্য পক্ষের দ্বারা ঘটেছে, আপনাদের নয়।'
গাজার আল-আহলি আল-আরাবিয়া হাসপাতালে গতরাতের হামলায় প্রায় ৫০০-এর মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলা বাইডেনের মধ্যপ্রাচ্য সফরে কূটনৈতিক পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
হামলার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েল ওই হাসপাতাল লক্ষ্য করে বিমানহামলা চালিয়েছে। এতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের দাবি, প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ গোষ্ঠীর রকেট হামলার ব্যর্থ প্রচেষ্টার কারণে ওই হাসপাতালে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও গোষ্ঠীটি ইসরায়েলের দোষারোপ অস্বীকার করেছে।
'কিন্তু অনেকেই এখনো নিশ্চিত নন বিষয়টি নিয়ে। তাই আমাদেরকে অনেক কিছু সামলে উঠতে হবে,' বাইডেন বলেন।
'বিশ্ববাসী দেখছে। আমেরিকা, এবং অন্য গণতান্ত্রিক দেশের মতো ইসরায়েলেরও নিজস্ব একটি মতাদর্শ রয়েছে। আর তারা অপেক্ষা করছে আমরা কী করব তা দেখতে।'
মধ্যপ্রাচ্যে বাইডেনের এ সফরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা ছিল। কিন্তু হাসপাতালে হামলার পর জর্ডান বাইডেনের সফরের দ্বিতীয়ার্ধ বাতিল করে।
সফরের ওই অংশে আম্মানে জর্ডান, মিশর ও প্যালেস্টাইনিয়ান অথোরিটির সঙ্গে বৈঠকের কথা ছিল।
সব মিলিয়ে বাইডেনের সফর ইসরায়েলের প্রতি সমর্থনের জ্বলজ্বলে দৃষ্টান্ত হয়ে রইল। হাসপাতালে হত্যাযজ্ঞে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠীরা জড়িত, এমন মূল্যায়নের মাধ্যমে বাইডেন কার্যত ইসরায়েলকে এর বিবেচনামতো পরবর্তী পদক্ষেপ নেওয়ার সমর্থন দিলেন।
'দ্ব্যর্থহীন সমর্থনের' জন্য নেতানিয়াহু বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন।
শিরোনাম পরিবর্তিত