ইসরায়েল-গাজা যুদ্ধ আঞ্চলিক সংঘাতের সূচনা করতে পারে: লাভরভের সতর্কবাণী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন, গাজার সংঘাত আঞ্চলিক সংকটে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, ইরানের ওপর দোষ চাপানোর চেষ্টা আগুনে ঘি ঢালছে।
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদসংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এর আগে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, বড় কোনো শক্তি হামাস-ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ুক এমনটা চায় না বলেই তিনি বিশ্বাস করেন।
পুতিনের ওই বক্তব্যের পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ মন্তব্য করলেন সার্গেই লাভরভ।
এ সপ্তাহে 'তাৎক্ষণিক পূর্ণ' অস্ত্রবিরতি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান করে জাতিসংঘের একটি খসড়া প্রস্তাবনায় সংশোধনীর প্রস্তাব করেছিল রাশিয়া, কিন্তু নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।
চূড়ান্ত প্রস্তাবনায় যুক্তরাষ্ট্র ভেটো দিলেও রাশিয়া ভোটাভুটিতে অংশ নেওয়া থেকে বিরত ছিল।
রাশিয়া এখন পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে সাবধানে এগিয়েছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে প্রবেশ করে আচমকা হামলা চালালে প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত হন। এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলের পালটা হামলায় এখন পর্যন্ত ৩.৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দেরিতে দেওয়া এক বিবৃতিতে হামাস থেকে ইসরায়েলের নিজেকে রক্ষার অধিকার আছে বলে জানালেও ইসরায়েলের প্রত্যুত্তরকে 'নৃশংস পদ্ধতি' বলে নিন্দা জানায় মস্কো।
রাশিয়া স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে সমর্থন করে। অন্য অনেক পশ্চিমাদেশের মতো এটি হামাসকে 'সন্ত্রাসী' গোষ্ঠীর তকমা দেয়নি।