ইয়েমেন থেকে ‘ইসরায়েলের দিকে ছোড়া’ ক্ষেপণাস্ত্র প্রতিহত করল মার্কিন রণতরী
ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। খবর বিবিসির।
পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলির 'সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের' বিভিন্ন অবকাঠামো।
গাইডেড-মিসাইল ধ্বংসকারী রণতরী ইউএসএস কার্নি বৃহস্পতিবার উত্তর লোহিত সাগরে নিয়োজিত ছিল। এটিই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করে।
পেন্টাগন আরো জানায়, সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলা চলমান অবস্থায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়ে সতর্ক অবস্থানে আছে ওয়াশিংটন।
পেন্টাগনের ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এবং কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধজাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এমনটা মনে হচ্ছে না।
আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলির লক্ষ্যবস্তু কি ছিল। তবে এগুলো ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। লোহিত সাগরের উত্তরে, সম্ভবত ইসরায়েলি লক্ষ্যবস্তুর দিকে।
ব্রিগেডিয়ার রাইডার বলেন, হামলার ধরন নিয়ে এখনো তদন্ত চলছে।
পেন্টাগন জানিয়েছে, ইরাকে মার্কিন ও অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছে। এক হামলায় অল্প সংখ্যক সেনা আহত হয়।
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি তৎপরতাকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল
ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো।
বুধবার একটি ড্রোন সিরিয়ায় মার্কিন বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে।
মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি রয়েছে। সেখানে যুদ্ধজাহাজ, সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী, প্রায় ২,০০০ নৌ সেনা এবং সহায়ক জাহাজ পাঠিয়েছে।