গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত ৯,২২৭ জন
গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৯,২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) গাজার একাধিক হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে হামলা করে ইসরায়েলি বাহিনী। পৃথক এসব হামলায় অনেকেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্স বহরে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ইসরায়েলি বাহিনী এসব হামলার কথা স্বীকার করলেও তাদের দাবি, হামাস যোদ্ধাদের টার্গেট করেই হামলা চালিয়েছে তারা। তবে নিজেরদের বক্তব্য প্রমাণের জন্য উপযুক্ত কোনো প্রমাণ দেখায়নি ইসরায়েল।
বাস্তুচ্যুত বেসামরিক লোকেদের আশ্রয় দেওয়া একটি স্কুলেও ইসরায়েল হামলা চালায় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, সর্বশেষ এসব হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, "গাজায় আল-শিফা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স বহরে হামলার খবরে আমি আতঙ্কিত। হাসপাতালের বাইরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহের ছবিগুলো সত্যিই হতাশাজনক।"
"এ সংঘাত বন্ধ করতে হবে," যোগ করেন মহাসচিব।