ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই মালয়েশিয়া যেতে পারবেন চীনা ও ভারতীয়রা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/11/27/screenshot_2023-11-27_125615.jpg)
আগামী ১ ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেবে মালয়েশিয়া। জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
ভিসা ছাড়া এ দুই দেশের নাগরিকরা মালয়েশিয়ায় ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে কতদিন পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে তা জানানো হয়নি।
রবিবার (২৬ নভেম্বর) পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে বক্তৃতার সময় এই ঘোষণা দেন আনোয়ার।
সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯.১৬ মিলিয়ন পর্যটক এসেছে। এরমধ্যে চীন থেকে ৪,৯৮,৫৪০ এবং ভারত থেকে এসেছে ২,৮৩,৮৮৫ জন পর্যটক।
করোনা মহামারির আগে ২০১৯ সালের একই সময়ে চীন থেকে মালয়েশিয়া ভ্রমণে যায় ১.৫ মিলিয়ন লোক এবং ভারত থেকে যায় ৩,৫৪,৪৮৬ জন।
পর্যটন খাত থেকে আয় বাড়াতে কিছুদিন আগে মালয়েশিয়ার প্রতিবেশি দেশ থাইল্যান্ডও ভিসা বিহীন ভ্রমণের অনুমতি দেওয়ার মতো পদক্ষেপ নেয়।