কাতার থেকে ইসরায়েলি আলোচকদের ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে
কাতারের মধ্যস্ততায় দেশটিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অবস্থান করছেন ইসরায়েলি গোয়ান্দা কর্মকর্তারা। তবে এ আলোচনা নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ায় তাদেরকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তেল আবিব। আজ শনিবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। খবর বিবিসির।
মোসাদের ওই বিবৃতিতে জানানো হয়, মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া '(কাতারের) দোহায় অবস্থানকারী তার টিমকে ইসরায়েলে ফিরে আসতে বলেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথায় তিনি এ নির্দেশ দেন।বিবৃতিতে বলা হয়, 'সন্ত্রাসী সংগঠন হামাস এই চুক্তিতে তাদের অংশ (অঙ্গীকার) রক্ষা করেনি। যা ছিল একটি তালিকায় থাকা সকল শিশু ও নারীকে মুক্তিদান। হামাসকে ওই তালিকা দেওয়া হয়েছিল এবং তারা এতে সম্মতিও দিয়েছিল।'
যুদ্ধ শুরুর পরেই হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্ততার করছে কাতার। হামাসের থেকে ইসরায়েলি জিম্মিদের সাম্প্রতিক মুক্তির পেছনে কাতারই প্রধান ভূমিকা পালন করেছে।