চোখ বাঁধা, শুধু অন্তর্বাস পরা আটক ফিলিস্তিনিদের ভিডিও প্রকাশ্যে
ইসরায়েলি বাহিনীর আটক করা অন্তত ১০০ ফিলিস্তিনি পুরুষের অন্তর্বাস বাদে সব জামা-কাপড় খুলে ফেলা, চোখ বাঁধা ও তাদেরকে উত্তর গাজার সড়কের ওপর হাঁটু গেড়ে বসানোর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এসব ছবি-ভিডিওতে দেখতে পাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওই ভিডিও প্রথম প্রকাশ পায়। ভিডিওতে আটক ব্যক্তিদের মাথা নিচু করে থাকতে দেখা গেছে এবং তাদেরকে ঘিরে আছে ইসরায়েলি বাহিনী।
আল জাজিরা'র সাংবাদিক অ্যালান ফিশার বলেন, এ ছবিগুলো এ অঞ্চলের ইতিহাসের প্রতিধ্বনি। এখানে অর্ধনগ্ন ব্যক্তিদের অজানা স্থানে নিয়ে যাওয়ার নজির রয়েছে।
ছবি ও ভিডিওতে দেখা বন্দিদের অনেককেই চিনতে পেরেছেন স্থানীয়রা ও পরিবারের সদস্যরা।
মানবাধিকার সংস্থা আল-হক-এর পরিচালক শাওয়ান জাবারিন ছবিগুলো দেখে 'বিস্মিত' হয়েছেন উল্লেখ করে বলেন, ছবিগুলো তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আটক ও বন্দিদের কথা স্মরণ করিয়ে দিয়েছে।
তিনি আল জাজিরাকে বলেন, 'এটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।'
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ছবিতে সন্দেহভাজন হামাস যোদ্ধাদের দেখা গেছে যারা ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।
তেল আবিব থেকে আল জাজিরা'র সংবাদদাতা ইমরান খান জানিয়েছেন, শুক্রবার কিছু আটক ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রকাশিত ছবি-ভিডিওগুলো সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে কোনো দুঃখপ্রকাশ করা হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন: 'লড়াইয়ের সময় ওই এলাকায় অবস্থানকারীরা টানেল ও কিছু ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। আমরা তদন্ত করি তাদের কে হামাসের সঙ্গে যুক্ত আর কে নয়। আমরা সবাইকে আটক করি ও প্রশ্ন করি।'
প্রকাশিত ছবি-ভিডিও নিয়ে হাগারি স্পষ্টভাবে কথা না বললেও জানান, কয়েকশ সন্দেহভাজনকে এখন পর্যন্ত জেরা করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় অনেকেই আত্মসমর্পণ করেছে।
শুক্রবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আটক ব্যক্তিদের নগ্ন করার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের অভ্যন্তরে ১,১৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি।
এরপর ইসরায়েলের পালটা হামলায় গাজায় এখন পর্যন্ত ১৭ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।