বিজ্ঞাপনের ছবি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র জন্য দুঃখপ্রকাশ করল জারা
বিজ্ঞাপন নিয়ে 'ভুল বোঝাবুঝি'র বিষয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুঃখপ্রকাশ করেছে ফ্যাশন ব্র্যান্ড জারা।
ব্র্যান্ডটির একটি বিজ্ঞাপনের ছবিতে সাদা কাপড়ে মোড়ানো মূর্তি দেখানোর পর ফিলিস্তিনপন্থী অনেকে জারা বয়কটের ডাক দিয়েছিলেন।
জারা জানিয়েছে এটি বিজ্ঞাপনের ছবিগুলো সরিয়ে নিয়েছে।
বিজ্ঞাপন ক্যাম্পেইনটি নিয়ে জারা'র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানুষ কয়েক হাজার অভিযোগ পাঠান। তারা অভিযোগ করেন, ছবিগুলোতে গাজায় নিহতদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
জারা'র ওই বিজ্ঞাপন ক্যাম্পেইনের ছবিতে হাত-পা বিচ্ছিন্ন ম্যানিকিনও ছিল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এ বিজ্ঞাপনের প্রস্তুতি জুলাই মাসে নেওয়া হয়েছিল। আর ছবিগুলো তোলা হয়েছে সেপ্টেম্বরে। অন্যদিকে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হয় ৭ অক্টোবরের পর থেকে।
ইনস্টাগ্রাম-এর এক পোস্টে জারা জানায়, 'দুঃখজনকভাবে ছবিগুলো — যেগুলো এখন সরিয়ে নেওয়া হয়েছে — দেখে কিছু গ্রাহক ক্ষুব্ধ হয়েছেন এবং ছবিগুলো যখন তৈরি করা হয়েছিল তখনকার অর্থের বদলে এগুলোতে তারা অন্যকিছু দেখেছেন।'
ছবিগুলো ব্যবহার করা হয়েছিল 'কেবল নান্দনিক পটভুমিতে ক্রাফটসমেড পোশাক দেখানোর উদ্দেশ্যে', পোস্টে আরও বলা হয়।
'জারা এই ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত এবং সবার প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধাবোধকে পুনরায় ব্যক্ত করছি,' বলেছে প্রতিষ্ঠানটি।