তুরস্কের এরদোয়ান: 'নেতানিয়াহু হিটলারের চেয়ে আলাদা নয়'
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসী জার্মানির শাসক অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একইসাথে গাজায় নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যাকে ইতিহাসে সংঘটিত ইহুদি হত্যার সাথে তুলনা করেছেন তিনি।
গতকাল (বুধবার) দেশটির রাজধানী আঙ্কারায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন এরদোয়ান। বক্তব্যে নেতানিয়াহু ও হিটলারের মধ্যে পার্থক্য কী, সেটিই জানতে চান তুরস্কের প্রেসিডেন্ট।
এরদোয়ান বলেন, "তারা হিটলারের সম্পর্কে নেতিবাচক কথা বলত। তবে হিটলার আর আপনার মধ্যে কী পার্থক্য আছে? তারা আমাদের হিটলারকে মিস করাতে যাচ্ছে। এই নেতানিয়াহু যা করছেন সেটা কি হিটলারের চেয়ে কম? তারা তো আলাদা নয়।"
এরদোয়ান আরও বলেন, "নেতানিয়াহু হিটলারের চেয়েও সমৃদ্ধ। তিনি পশ্চিমাদের সমর্থন পান। সব ধরণের সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। এবং এই সমস্ত সাহায্য তারা কীসের বিনিময়ে করেছে? তারা ২০ হাজারেরও বেশি গাজাবাসীকে হত্যা করেছে।"
গাজায় এবারের যুদ্ধ শুরুর আগে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল। তবে চলমান যুদ্ধে ইসরায়েলের নির্মমভাবে বোমা হামলা জনমতকে তেল আবিবের বিরুদ্ধে নিয়ে গেছে।
আর তাই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনায় নেমেছেন তুরস্কের প্রেসিডেন্ট। গত নভেম্বর মাসে এরদোয়ান ইসরায়েলকে 'সন্ত্রাসবাদী রাষ্ট্র' হিসেবে অভিহিত করেন; যাদের সীমাহীন পশ্চিমা মদদ রয়েছে বলেও অভিযোগ করেন।
হিটলারের শাসনামলে ইউরোপে পরিকল্পনামাফিক ইহুদিদের নিধন করা হয়েছে। এতে প্রায় ৬০ লাখ ইহুদিকে নানা নির্মম পন্থায় হত্যা করা হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য পরে এমন কড়া মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। তিনি তুরস্কে ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এরদোয়ান অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে সমালোচনা করেছেন।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, "এরদোয়ান কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছেন। সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের কারারুদ্ধ করার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড গড়েছেন। তাই তিনি হচ্ছেন একদম শেষ ব্যক্তি যিনি নৈতিকতা প্রচার করতে পারেন।"
তীব্র সমালোচনা সত্ত্বেও গাজায় চলমান যুদ্ধের গত ৩ মাসে তুরস্ক ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। অন্যদিকে তেল আবিবের ক্রমাগত বোমাবর্ষণে অন্তত ২১ হাজার গাজাবাসি নিহত হয়েছে; আহত হয়েছে প্রায় ৫৫ হাজার। উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দাদের অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা করে বসেছিল গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় ১১০০ জন নিহত হয়েছিল। বন্দী করা হয়েছিল প্রায় ২৪০ জনকে।