ঝড়ের মুখে রানওয়ের ওপর টালমাটাল বিমান যেভাবে অবতরণ করল!
বুধবার স্টর্ম গেরিট আঘাত হানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। আটলান্টিক থেকে উৎপন্ন এ ঝড়ের ফলে সৃষ্টি হয় প্রবল বাতাস আর বন্যার। আর এর প্রভাব পড়ে বিমান চলাচলেও।
যুক্তরাজ্যজুড়ে একাধিক ফ্লাইট বাতিল করা হয় ঝড়ের কারণে। আর যেসব বিমান উড্ডয়ন করতে পেরেছিল, সেগুলো বিমানবন্দরে নামার সময়ে তীব্র দমকা বাতাসের মুখে পড়ে।
এমনি একটি অবিশ্বাস্য অবতরণের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। আমেরিকান এয়ারলাইন্স-এর একটি ফ্লাইট ২৭ ডিসেম্বর লন্ডনের হিথরো বিমানবন্দরে নামতে গিয়ে তীব্র বাতাসের মুখে রানওয়ে স্পর্শ করার ঠিক আগমুহূর্তে কয়েকবার বাতাসের ধাক্কায় লাফিয়ে উঠেছিল।
ভিডিওতে দেখা যায় লস অ্যাঞ্জেলেস থেকে আসা বোয়িং ৭৭৭ বিমানটি বাতাসের প্রভাবে একপাশ থেকে আরেকপাশে দুলছে। এরপর ঢেউ খেলানোর ভঙ্গিতে সামনের দিকে একবার লাফিয়ে উঠে বিমানের নাক প্রায় রানওয়ে স্পর্শ করার পর্যায়ে নেমে যায়।
তবে পাইলট দক্ষ হাতেই পরিস্থিতি সামলেছেন। বাতাসের সঙ্গে লড়াইয়ের এক পর্যায়ে রানওয়ে স্পর্শ করে গতি কমাতে সক্ষম হয় বিমানটি।
'বিগ জেট টিভি' নামক একটি চ্যানেলের মালিক জেরি ডায়ার 'দুর্ধর্ষ' এ অবতরণ ক্যামেরায় ধারণ করেন। বিমানবন্দরে বিমান ওঠানামার দৃশ্য নিজের চ্যানেলে সরাসরি প্রচার করেন তিনি।
বিমানের ওই দুলুনির সময় ডায়ারকে ভয়ার্ত গলায় 'ওহ স্টপ ইট, স্টপ দ্যাট' বলে কয়েকবার চিৎকার করতে শোনা যায়।
এমন তীব্র বাতাসের মধ্যে পড়েও ওই পাইলট অবতরণ বাতিল করে নতুন করে অবতরণচেষ্টা (গো অ্যারাউন্ড) কেন করেননি — তা কিছুতেই বুঝতে পারছেন না বলে জানান ডায়ার।