গাজায় নিহত বেড়ে ২১,৬৭২ জন
ইসরায়েলি অভিযানে গত ২৪ ঘণ্টায় আরো ১৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২৫০ জন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৬৭২ জন।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৫৬ হাজার ১৬৫ জন মানুষ।
আলজাজিরার খবরে বলা হয়েছে, গত এক ঘণ্টা বা তার কিছু বেশি সময় আগে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের আশেপাশে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা ছোটাছুটি শুরু করে। এ হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো অনেকে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।
দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসে বিমান হামলার পাশাপাশি ট্যাঙ্ক এবং গোলা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
প্যালেস্টিনিয়ান প্রিজনার'স সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে আগের রাতে অভিযান চালিয়ে অন্তত ১৪ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকষ্মিক হামলা চালায় হামাস। এতে এক হাজার ২০০ মানুষ নিহত হয়। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতির বিষয়ে বৈশ্বিক চাপের মধ্যেও এ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।