ক্যালিফোর্নিয়ায় দৈত্যাকার ঢেউয়ের মুখে বিশ্বের সেরা সার্ফাররা!
বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে সার্ফিং করলেন বিশ্বের সেরা সার্ফাররা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্টে তাদের সার্ফিং করতে দেখা যায়। বলা হচ্ছে, গত কয়েক বছরের মধ্যে এই উপকূলে এবারই সবচেয়ে বড় বড় ঢেউ দেখা গেল। খবর বিবিসির।
সার্ফিংয়ের জন্য ক্যালিফোর্নিয়ার ম্যাভেরিকস বিচ বিখ্যাত। ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগালের সার্ফারদের অনেকেই গত বৃহস্পতিবার এসব দৈত্যাকার ঢেউয়ের মধ্যে সার্ফিং করেছেন।
তাদের সার্ফিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি। এতে দেখা যায়, সার্ফাররা ক্ষিপ্র গতিতে সাগরের মধ্যে সার্ফিং করছেন। তাদের পেছন পেছন ছুটছে ঢেউ। দেখে মনে হয়, এই বোধ হয় ঢেউ আছড়ে পড়বে তাদের ওপর। কিন্তু পরক্ষণেই সেই ঢেউকে পাশ কাটিয়ে বেরিয়ে আসছে সার্ফাররা।
গত বৃহস্পতিবার ৭০ ফুট (২১ মিটার) উঁচু ঢেউয়ের মধ্যে সার্ফিং করেন ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোর অভিজ্ঞ সার্ফার জোজো রপার। তিনি এটিকে তার জীবনের সেরা দিন হিসেবেও ব্যক্ত করেছেন।
দিনের তৃতীয়বারের সার্ফিং করতে গিয়ে রপার বিশাল ঢেউয়ের ভেতর ঢুকে পড়েন।
তিনি বলেন, 'এটি এক অন্যরকম সম্মান ও প্রাপ্তির। আমি খুবই উচ্ছ্বসিত।'
বড় বড় ঢেউয়ের কারণে যেন কোনো দুর্ঘটনা না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা দর্শকদের সাগর তীর থেকে দূরে থাকতে বলেছেন।
ম্যাভেরিক সার্ফ অ্যাওয়ার্ডসের আয়োজক ক্রিস ক্যাভেলিয়ার জানান, সার্ফিংয়ের জন্য এটি একটি বিখ্যাত স্পট। এখানে সার্ফিংয়ের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সার্ফাররা আসে। এখানে যারা সার্ফিং করেন, তাদের বেশিরভাগই পেশাদার।
এ তালিকায় রয়েছেন কাই নেলি, অ্যান্ড্রু কটন ও লুকাস চামবোর মতো বিখ্যাত সার্ফাররা।
তারা এই সার্ফিংয়ের মাধ্যমে ২০২৪ সালের ডিজিটাল প্রতিযোগিতায়ও অংশগ্রহণের সুযোগ পাবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এসব ঢেউকে বিরূপ আবহাওয়ার ফলাফল হিসেবে উল্লেখ করে সবাইকে 'চরম বিপজ্জনক পরিস্থিতির' বিষয়ে সতর্ক করেছে। এটি জানিয়েছে, শক্তিশালী ঢেউ বা সমুদ্রের রিপ কারেন্টের কারণে বড় ধরনের ক্ষতির ঝুঁকি রয়েছে।
আবহাওয়াবিদরা এও জানিয়েছেন, হাফ মুন বে শহরের কাছাকাছি আরও বড় ঢেউ দেখা যেতে পারে।