ভিডিও প্রচার করে রুশ গোয়েন্দাদের ‘ডাবল এজেন্ট’ হওয়ার প্রস্তাব দিচ্ছে সিআইএ
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) রাশিয়ান গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্য করে একটি ভিডিও প্রকাশ করেছে। ঐ ভিডিওতে রুশ গোয়েন্দাদের পক্ষ পরিবর্তন করে ওয়াশিংটনের জন্য 'ডাবল এজেন্ট' হিসাবে কাজ করতে প্রলুব্ধ করা হচ্ছে।
সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস গত জুলাই মাসে বলেছিলেন যে, ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছু রাশিয়ানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর ফলে গুপ্তচর নিয়োগের একটি বিরল সুযোগ তৈরি হয়েছে; যেটিকে সিআইএ হাতছাড়া করতে চায় না।
ভিডিওটি সিআইএ-এর অফিসিয়াল এক্স চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে ভিডিওতে গোয়েন্দা সংস্থায় কর্মরত দেশপ্রেমিক রুশদের মধ্যে যারা দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার স্বীকার হয়েছেন বলে মনে করেন; তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ভিডিওতে বলা হয়, "আপনার চারপাশে অনেকে সত্য নাও শুনতে চাইতে পারে। কিন্তু আমরা সেটা শুনতে চাই। আপনি শক্তিহীন নন।"
বিষণ্ণ শাস্ত্রীয় মিউজিকের সাথে ভিডিওটিতে প্রধান কাল্পনিক চরিত্র হিসেবে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার একজন নামহীন ৩৫ বছর বয়সী পুরুষ কর্মকর্তাকে তুলে ধরা হয়েছে। যিনি নিজেকে একজন দেশপ্রেমিক হিসাবে দাবি করেন এবং যার প্যারাট্রুপার হিসাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।
ভিডিওটিতে রাশিয়ার আসল শত্রু হিসেবে খোদ দেশটির নেতৃত্বস্থানীয় পর্যায়ের ব্যক্তি ও এলিটদের দায়ী করা হয়। সেখানে মূল চরিত্রে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, "এই বিশ্বাসঘাতকতা মোকাবেলা করার জন্য কি যথেষ্ট সাহস আছে? শীর্ষ নেতৃত্ব এমন সময়ে দেশকে প্রাসাদ ও ইয়টের জন্য বিক্রি করে দিয়েছে যখন আমাদের সৈন্যরা পচা আলু চিবিয়ে খাচ্ছে। পুরনো অস্ত্র থেকে গুলি চালাচ্ছে। আমাদের জনগণকে শুধু কাজ খুঁজে পেতেও ঘুষ দিতে বাধ্য করা হয়।"
ভিডিওতে কাল্পনিক চরিত্রটি বলেন, দেশপ্রেম তাকে সিআইএ-এর সাথে কাজ করতে অনুপ্রাণিত করেছে। ভিডিওর চূড়ান্ত শটে দেখানো হয়েছে, একজন সুসজ্জিত ব্যক্তি একটি তুষারময় জায়গা থেকে মোবাইল ফোনে সিআইএ-এর সাথে যোগাযোগ করছেন।"
এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' এ সফল হতে প্রয়োজনীয় সরঞ্জামাদি রুশ সামরিক বাহিনীর কাছে রয়েছে। সেক্ষেত্রে ক্রেমলিন ভিডিওতে করা অভিযোগগুলোকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে ভিডিওটি বন্ধ করে দিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "আপনারা জানেন, বিশ্বব্যাপী গোয়েন্দা সংস্থাগুলি প্রায়ই নতুন কর্মকর্তা নিয়োগের জন্য মিডিয়া এবং সামাজিক নেটওয়ার্কগুলি ব্যবহার করে। এক্ষেত্রে সিআইএ প্রতি বছরই এটি করে থাকে।"
এক্ষেত্রে পেসকভ কটাক্ষ করে বলেন, "সিআইএ এক্স প্ল্যাটফর্মে ভিডিওটি প্রচার করে ভুল করেছে। কেননা এটি রাশিয়ায় নিষিদ্ধ। শুধুমাত্র একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে এটিতে অ্যাক্সেস করা যায়।"
পেসকভ মজার ছলে বলেন, "কেউ সিআইএকে জানান যে, আমাদের দেশে (রাশিয়ান সামাজিক নেটওয়ার্ক) ভিকোনটাকটে নিষিদ্ধ এক্স-এর চেয়ে অনেক বেশি জনপ্রিয়। একইসাথে এটির ব্যবহারকারীও অনেক বেশি।"