গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৭ হাজার, অবরুদ্ধ ফিলিস্তিনি হাসপাতাল
ইসরায়েল ও গাজার মধ্যকার চলমান সংঘাতে মৃত্যু ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ২৭ হাজার জন নিহত হয়েছেন। আহতের সংখ্যাও প্রায় ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলিদের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে গাজার হাসপাতাল এবং ব্যাহত হচ্ছে ফিলিস্তিনিদের চিকিৎসাসেবা।
গত কয়েকদিন ধরে খান ইউনুস শহরের নাসের ও আল-আমাল হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, খান ইউনিস শহরের আল-আমাল হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা হাসপাতালের বাইরের দেয়াল গুঁড়িয়ে দিয়েছে এবং রোগী ও চিকিৎসা কর্মীদের অবিলম্বে সরে যেতে বলেছে।
জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডাব্লুএ) গাজা বিষয়ক পরিচালক থমাস হোয়াইট পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "আমরা একটি স্বাস্থ্য ক্লিনিক, প্রধান আশ্রয়কেন্দ্র হারিয়েছি, যা খান ইউনিস শহরের মানুষদের স্বাস্থ্যসেবায় নিযুক্ত ছিল।"
ক্রমবর্ধমান হতাহতের মধ্যে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বেসামরিক নাগরিকদের দুর্ভোগ লাঘব করতে এবং অতি প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেওয়ার জন্য গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, "আইসিজের অস্থায়ী পদক্ষেপ বাস্তবায়নের জন্য গাজায় যুদ্ধবিরতি দিতে হবে।"
উল্লেখ্য, ফিলিস্তিনিদের ২৭ হাজারের বিপরীতে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে।