লোহিত সাগরে মার্কিন কনটেইনার জাহাজে হামলার দাবি হুথিদের
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এবার লোহিত সাগরে একটি মার্কিন বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে।
হুথিরা বলছে, কেওআই নামের জাহাজটি যুক্তরাষ্ট্র-পরিচালিত।
সমুদ্রপথের নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান অ্যামব্রে বলেছে, ইয়েমেনের এডেন বন্দরের দক্ষিণে পরিচালিত একটি জাহাজে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ১০টি ড্রোনের সাহায্যে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
যদিও জাহাজটির নামসহ বিস্তারিত কিছু জানায়নি তারা।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেওআই লাইবেরিয়ান পতাকাবাহী কনটেইনার জাহাজ। যুক্তরাজ্যভিত্তিক ওসিওনিক্স সার্ভিসেস এটি পরিচালনা করে। একই কোম্পানির জ্বালানি তেলবাহী জাহাজ মার্লিন লুয়ান্ডা গত শনিবার মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলমান বাণিজ্যিক জাহাজে—বিশেষ করে ইসরায়েলি, মার্কিন ও ব্রিটিশ জাহাজে—একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বুধবার বলেন, তাদের সশস্ত্র বাহিনী মার্কিন বাণিজ্যিক জাহাজ কেওআইয়ের ওপর কয়েকটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, জাহাজটি 'দখলকৃত ফিলিস্তিনের [ইসরায়েল] বন্দরের দিকে' যাচ্ছিল।
তিনি আরও বলেন, ব্রিটিশ-আমেরিকান বাড়াবাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নিতে 'দ্বিধা করবে না' ইয়েমেন।
লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর হুথিদের আক্রমণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের গতি কমে গেছে। এতে সরবরাহ-জট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।