ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে আছেন প্রাবোও-জিবরান জুটি
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাবোও সুবিয়ান্তো এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জিবরান রাকাবুমিং রাকা ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন।
অনানুষ্ঠানিক নমুনা ভোট গণনায় এ তথ্য জানা গেছে।
জরিপ সংস্থা ইন্ডিকেটর পলিটিক ইন্দোনেশিয়ার তথ্য অনুযায়ী, প্রাবোও-জিবরান জুটি ৫৯.৫৫ শতাংশ ভোট পেয়েছে।
জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান এবং প্রবীণ রাজনীতিবিদ মুহাইমিন ইস্কান্দার ২৩.৫ শতাংশ ভোট পেয়েছেন এবং মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও এবং সাবেক আইন ও সুরক্ষামন্ত্রী মাহফুদ এমডি ১৬.৯৬ শতাংশ ভোট পেয়েছেন।
গবেষণা প্রতিষ্ঠান ইন্দোনেশিয়া সার্ভে ইনস্টিটিউট (এলএসআই) জানিয়েছে, প্রাবোও-জিবরান জোট ৫৮ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়েছে; আনিয়েস-মুহাইমিন জুটি পেয়েছে ২৩.৫৭ শতাংশ এবং গাঞ্জার-মাহফুদ জুটি পেয়েছে ১৮.২৯ শতাংশ।
প্রাবোও-জিবরান শিবিরের প্রচারণার মুখপাত্র ভিভা যোগ মৌলাদি বলেছেন, প্রাবোও-জিবরান শিবির এক দফা নির্বাচনেই জয়ের আশা করছে।
তিনি বলেন, 'আমরা আশা করি এক রাউন্ডেই জয় নির্ধারণ হবে। এটি ইন্দোনেশিয়ার ভবিষ্যতের উন্নয়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে, এটি প্রাবোও-জিবরানের দৃষ্টিভঙ্গি ও মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ।'
জরিপকারী পোলিং ইন্দোনেশিয়াও নমুনা ব্যালট গণনার ৩৫.৬ শতাংশের ভিত্তিতে ৬০.৫২ শতাংশ ভোট পেয়ে প্রাবোও-জিবরান জুটিকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রেখেছেন। আনিয়েস-মুহাইমিন দল পেয়েছে ২১.১৪ শতাংশ এবং গাঞ্জার-মাহফুদ দল পেয়েছে ১৮.৩৩ শতাংশ।
ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, জয়ী হতে হলে প্রেসিডেন্ট প্রার্থীকে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বা ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। এছাড়া ইন্দোনেশিয়ার ৩৮টি প্রদেশের অর্ধেকে কমপক্ষে ২০ শতাংশ ভোট পেতে হবে তাদের।
যদি তা না হয়, তবে শীর্ষ দুই জোড়া প্রার্থী জুনে দ্বিতীয় দফার ভোটে অংশ নিবেন।
প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে প্রাবোও প্রশাসনিক রাজধানী জাকার্তা থেকে পূর্ব কালিমান্তানে স্থানান্তরের পরিকল্পনাসহ উইদোদোর উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য প্রকল্প এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।
গাঞ্জার শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক নীতি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে আনিয়েস বলেছেন, তিনি রাজধানী স্থানান্তরের মতো কিছু কর্মসূচি পর্যালোচনা ও প্রত্যাহার করবেন।
বিবিসির খবরে বলা হয়, বুধবার ভোটাররা দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদেরও নির্বাচন করবেন।
এ কারণে ইন্দোনেশিয়ার নির্বাচনকে বলা হয় এক দিনে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন। এবারের নির্বাচনে প্রায় ১৭ হাজার দ্বীপে ২০ হাজার ৬০০ পদে প্রায় দুই লাখ ৫৯ হাজার জনের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইন্দোনেশিয়ার নির্বাচন আইন অনুযায়ী, প্রায় ২০ কোটি ৫০ লাখ ভোটার এবং বিশাল ভূখণ্ডের কারণে ভোট গণনা প্রক্রিয়া শেষ হতে ৩৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ মার্চের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
১৯৯৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে নমুনা ভোট গণনা চালু রয়েছে। এর মাধ্যমে ভোটের দিন ভোটারদের দেওয়া কিছু ভোট নমুনা হিসেবে গণনা করে দেখা হয় কোন কোন প্রার্থী এগিয়ে রয়েছেন।
সাধারণত আনুষ্ঠানিক ফলাফল নমুনা গণনার ফলাফল থেকে খুব বেশি ভিন্ন হয় না।
বিশ্বের সর্ববৃহৎ একদিনের নির্বাচন অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ায়, তাই ভোট গণনা শেষ হতেও বেশ কয়েকদিন সময় লাগে। আর তাই কারা নির্বাচিত হতে চলেছেন তার আভাস দেওয়ার একটি বিশ্বাসযোগ্য পদ্ধতি এটি।
ভোট গ্রহণের জন্য দেশব্যাপী ৩৮টি প্রদেশের ভোটকেন্দ্রগুলোতে হাজার হাজার মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
দেশব্যাপী ৩৮টি প্রদেশের ভোটকেন্দ্রগুলোতে হাজার হাজার মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
আইন অনুযায়ী, পশ্চিম ইন্দোনেশিয়ায় ভোটগ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টা পর অথবা স্থানীয় সময় বিকাল ৩টায় আগাম ভোট গণনা ঘোষণা করা যায়।
২০১৪ ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাবোওকে পরাজিত করেন উইদোদো।
২০১৯ সালে উইদোদো ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছিলেন, যেখানে প্রাবোও পেয়েছিলেন ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট। এই ফলাফল প্রত্যাখান করেন প্রাবোও।
সেসময় জাকার্তায় দাঙ্গায় কমপক্ষে আটজন নিহত এবং কয়েকশ' মানুষ আহত হয়েছিল।