বাফটাতে ওপেনহাইমারের জয়জয়কার, ‘সেরা চলচ্চিত্র’ সহ পেয়েছে ৭টি পুরস্কার
অভিনেতা কিলিয়ান মারফি ও রবার্ট ডাউনি জুনিয়র এবং পরিচালক ক্রিস্টোফার নোলান 'ওপেনহাইমার' সিনেমায় তাঁদের কাজের জন্য বাফটা পুরস্কার পেয়েছেন
পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত জে রবার্ট ওপেনহেইমার চরিত্রে অভিনয় করার জন্য মারফি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সেরা সহ-অভিনেতার পুরস্কার পান রবার্ট ডাউনি জুনিয়র।
সিনেমাটি সেরা চলচ্চিত্র সহ সাতটি বিভাগে বাফটা জিতেছে।
অভিনেত্রী এমা স্টোন 'পুওর থিংস' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সিনেমাটি মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে।
এমা স্টোন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় বাফটা পেয়েছেন 'পুওর থিংস' সিনেমাতে একজন ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করার জন্য যিনি একটি শিশুর মস্তিষ্ক দেওয়ার পরে পুনর্জীবিত হয়েছেন।
'দ্য হোল্ডওভার' সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দা'ভাইন জয় রেন্ডলফ।
১৯৭০ সালে বড়দিনের ছুটির সময় একটি মার্কিন বোর্ডিং স্কুলে থাকা স্টাফ এবং ছাত্রদের নিয়ে নির্মিত 'দ্য হোল্ডওভার' সিনেমায় স্কুলটির রান্নাঘরের প্রধান এবং একজন শোকার্ত মা মেরির চরিত্রে অভিনয় করার জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।
'ওপেনহাইমার' সিনেমা সহ অভিনয় বিভাগে পুরস্কার বিজয়ীরা তিন সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়া অস্কারে তাদের সাফল্য ধরে রাখতে পারে। যদিও অস্কার এবং বাফটা ভোটাররা খুব কমই একমত হন।
মাইকেল জে ফক্স ওপেনহেইমার সিনেমাকে সেরা চলচ্চিত্রের বিজয়ী ঘোষণা করেন। এটি রবিবারের (১৮ ফেব্রুয়ারি) বাফটা অনুষ্ঠানের শীর্ষ পুরস্কার ছিল। ৬২ বছর বয়সী ফক্স ৩০ বছরেরও বেশি সময় ধরে পারকিনসন্স রোগে ভুগছেন। দর্শকরা তাঁকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছে।
কিলিয়ান মারফি তাঁর ক্যারিয়ারের প্রথম বাফটা জয়ের পর বলেছেন, "তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাফটা।"
এই আইরিশ অভিনেতা তাঁর ভক্তদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি সিনেমার পরিচালক ক্রিস্টোফার নোলানের প্রশংসা করেন।
পুরস্কার গ্রহণ করার পর তিনি নোলানকে উদ্দেশ্য করে বলেন, "সব সময় আমাকে ঠেলা দিয়ে কাজ করানোর জন্য এবং আমার সেরাটা দাবি করার জন্য আপনাকে ধন্যবাদ।"
'ডানকার্ক', 'ইনসেপশন' এবং 'দ্য ডার্ক নাইট'-এর মত সিনেমার ব্রিটিশ পরিচালক নোলানেরও ক্যারিয়ারের পরে এটি এটি প্রথম বাফটা জয় ছিল।
নোলান সিনেমার অভিনেতা, কলাকুশলী এবং সমর্থকদের এই পুরস্কার জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
রবার্ট ডাউনি জুনিয়রের তাঁর প্রথম বাফটা জয়ের ৩১ বছর পরে আবারো এই পুরস্কার জিতলেন। ১৯৯৩ সালে 'চ্যাপলিন' সিনেমার জন্য তিনি সেরা অভিনেতার বাফটা পুরস্কার জিতেছিলেন। আবারো এই পুরশকার জয়ের মাধ্যমে যে কোন অভিনয়শিল্পীর দীর্ঘ সময় পরে বাফটা পুরস্কার পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
ওপেনহাইমার সিনেমাতে তিনি জে রবার্ট ওপেনহেইমার প্রতিদ্বন্দ্বী লুইস স্ট্রসের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি এই পুরস্কারের জন্য নোলানকে ধন্যবাদ জানিয়েছেন।
সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 'দ্য জোন অফ ইন্টারেস্ট' সিনেমাটি। সিনেমাতে একজন কনসেনট্রেশন ক্যাম্প কমান্ডার এবং তার পরিবারের গল্প দেখানো হয়েছে।
ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের এই সিনেমাটির চিত্রায়ণ হয়েছে পোল্যান্ডে এবং প্রধানত জার্মান ভাষায়। এটি ইংরেজি ভাষায় নয় এমন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জেতার পাশাপাশি এবং সেরা শব্দের জন্য পুরস্কার জিতেছে।
কিংবদন্তি অ্যানিমেটর হায়াও মিয়াজাকির 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন' সেরা অ্যানিমেটেড সিনেমার পুরস্কার জিতেছে। এটি প্রথম কোন জাপানি প্রযোজনা যা বাফটা পুরস্কার পেয়েছে।
সেরা চিত্রনাট্যের দুটো পুরস্কার পেয়েছে 'অ্যানাটমি অব আ ফল' এবং 'আমেরিকান ফিকশন'।
সামান্থা মর্টনকে বাফটার সর্বোচ্চ সম্মান বাফটা ফেলোশিপ দেওয়া হয়েছে। তাঁর যত্নে থাকা শিশুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি তাঁর বক্তব্যে বলেন, "আমি এই পুরস্কার উৎসর্গ করছি আমার যত্নে থাকা প্রতিটি শিশুকে এবং যে শিশুগুলো যত্নে ছিল কিন্তু এখন আর বেঁচে নেই৷ "
মর্টন নিজেও নটিংহামের একটি কেয়ার হোমে বড় হয়েছেন।
বাফটার সেরা সিনেমাগুলো
ওপেনহাইমার: ৭টি বিভাগে পুরস্কার জয়
পুওর থিংস: ৫টি বিভাগে পুরস্কার জয়
দ্য জোন অব ইন্টারেস্ট: ৩টি বিভাগে পুরস্কার জয়
দ্য হোল্ডওভার: ২টি বিভাগে পুরস্কার জয়
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়