হুথি হামলায় ইয়েমেনে ব্রিটিশ-নিবন্ধিত কার্গো জাহাজ ছাড়ল ক্রু সদস্যরা
বেলিজ-পতাকাযুক্ত একটি ব্রিটিশ-নিবন্ধিত কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ক্রু সদস্যরা জাহাজটি ছেড়ে দিয়েছে।
নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, দ্য রুবিমার নামের জাহাজটি এডেন উপসাগর থেকে বাব আল-মান্দাব প্রণালীর কাছাকাছি যাওয়ার পর এতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
জাহাজটি 'খুব বিপজ্জনক' সার বহন করছিল।
জাহাজটিতে এই হামলার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য বলেছে, মিত্র বাহিনীর নৌ জাহাজ 'ইতোমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে'।
এই হামলাকে ইরান-সমর্থিত হুথিদের পরিচালিত সবচেয়ে ক্ষতিকর আক্রমণগুলোর একটি মনে করা হচ্ছে এবং এটি প্রমাণ করে, তাদেরকে আটকানোর পশ্চিমা প্রচেষ্টা এখনও সফল হয়নি।
হুথিরা নভেম্বরের মাঝামাঝি সময় থেকে থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্য জাহাজ এবং পশ্চিমা যুদ্ধজাহাজ লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। তাদের ভাষ্যমতে, এই হামলা ফিলিস্তিনের প্রতি সমর্থন থেকে চালানো হয়েছে।
হুথিদের চলমান আক্রমণের কারণে অনেক শিপিং কোম্পানি গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার বন্ধ করে দিয়েছে। বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় ১২ শতাংশ সমুদ্রপথে হয়ে আসছে।
মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী গত মাসে পালটা জবাবে হুথি নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো শুরু করে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) এজেন্সি জানিয়েছে, এটি মোচায় অবস্থিত ইয়েমেনি লোহিত সাগর বন্দর থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল (৬৫ কিলোমিটার) দক্ষিণে একটি বেনামি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলার রিপোর্ট পেয়েছে।
স্থানীয় সময় প্রায় রাত ১১টার সময় রিপোর্ট করা হয়, "জাহাজটির খুব কাছে বিস্ফোরণে এর ক্ষতি হয়েছে।"
সোমবারের সংস্থাটি সামরিক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে রিপোর্ট করে, ক্রুরা আক্রমণের পরে জাহাজটি ত্যাগ করেছে।
সংস্থাটি জানিয়েছে, জাহাজের সকল ক্রু নিরাপদে আছে এবং সামরিক বাহিনী ঘটনাস্থলে সাহায্য করছে।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে আলাদাভাবে রিপোর্ট করেছে, বেলিজ-পতাকাবাহী একটি কার্গো জাহাজ রবিবার উত্তর দিকে যাত্রা করার সময় বাব আল-মান্দাব প্রণালীতে আক্রমণের শিকার হয়েছে।
রুবিমারের নিরাপত্তায় নিয়োজিত সংস্থা এলএসএস সাপু এবং তথ্য সরবরাহকারী লয়েড'স লিস্ট ইন্টেলিজেন্স পরে নিশ্চিত করেছে, দুটো ক্ষেপণাস্ত্র আঘাত করার পর জাহাজটির ক্ষতি হয়েছে।
যুক্তরাজ্য সরকার নিশ্চিত করেছে, রুবিমারের ক্রুদের নিরাপদ স্থানে সড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া সোমবার সকালে একটি বিবৃতিতে ঘোষণা করেছেন, হুথি নৌ বাহিনী এডেন উপসাগরে 'একটি ব্রিটিশ জাহাজে' বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জাহাজটিকে তিনি রুবিমার হিসেবে চিহ্নিত করেছেন।
জিবুতি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রুবিমারের ২৪ জন ক্রু সদস্যের মধ্যে ১১ জন সিরীয়, ৬ জন মিশরীয়, ৪ জন ফিলিপিনো এবং ৩ জন ভারতীয়। তারা প্রাথমিকভাবে অন্য একটি জাহাজের সাহায্যে নিরাপদে সরে যেতে পেরেছে।
জিবুতি বন্দর কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, রুবিমারের বোর্ডে প্রায় ২২ টন 'বিপজ্জনক' সার ছিল যা বিস্ফোরক দ্রব্য হিসেবেও ব্যবহার করা যায়।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে লোহিত সাগরে আন্তর্জাতিক শিপিং রক্ষায় সহায়তা করার জন্য একটি মিশন অনুমোদন করা হয়েছে।
এই মিশনের লক্ষ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং বেলজিয়ামের চারটি জাহাজকে কয়েক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে চলাচল করানো।