সোমবারের মধ্যে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আশা করছেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সোমবারের মধ্যেই গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আশা করছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা বন্ধ করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনার গতি বেড়েছে বলেই তিনি এই আশা করছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ইসরায়েলি সামরিক প্রতিনিধি দল আলোচনার জন্য কাতারে গেছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার নিউইয়র্কে বাইডেন এই মন্তব্য করেন।
গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই আলোচনার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি হলে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাতের অবসান হবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ২.৩ মিলিয়ন মানুষ গাজায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
প্রস্তাবিত যুদ্ধবিরতি ইসরায়েলের কাছে বন্দী কয়েকশ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে হামাসের হাতে বন্দী কয়েক ডজন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার অনুমতি দিবে।
নিউইয়র্কে সাংবাদিকরা বাইডেনকে কবের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে সেই প্রশ্ন করলে তিনি বলেন, "আশা করি চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে।"
তিনি আরো বলেন, "আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে জানিয়েছে, আমরা কাছাকাছি আছি। আমার আশা আগামী সোমবারের মধ্যে আমাদের যুদ্ধবিরতি হবে।"
মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে। রাফাহতে প্রায় ১.৪ মিলিয়ন মানুষ অবস্থান করছেন যাদের মধ্যে অনেকেই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নিয়েছিলেন।
বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বক্তব্যের পরই মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি নিয়ে তার এই বক্তব্য দেন।
জ্যাক সুলিভান জানিয়েছিলেন, "ইসরায়েল, মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা গত সপ্তাহের শেষে প্যারিসে যুদ্ধবিরতি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করেছেন এবং এই ধরনের চুক্তির রূপরেখা সম্পর্কে 'একটি বোঝাপড়া' হয়েছে।"
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাইডেনের এই মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য একটি বার্তা হতে পারে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, বাইডেনের মন্তব্য মিশিগান রাজ্যের ভোটারদের উদ্দেশ্যেও হতে পারে কারণ মঙ্গলবার রাজ্যটিতে প্রাথমিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে অনেক আরব এবং মুসলিম-আমেরিকান ভোটাররা ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থনের প্রতিবাদে তাদের ব্যালটে 'আনকমিটেড' (দলকে সমর্থন দিলেও ভোটার প্রার্থীকে সমর্থন দিচ্ছে না) ভোট দেওয়ার কথা বলেছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স মিশরীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্যারিস বৈঠকের পর প্রথমে কাতার এবং পরে কায়রোতে ইসরাইল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে।
কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় অবস্থিত।
সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহের সাথে সাক্ষাৎ করেছেন।
কাতারের সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে তারা দুইজন আলোচনা করেছেন।
সাক্ষাতের পর হানিয়াহ বলেছেন, হামাস যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে।
এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ শেষ করবে না এবং যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও রাফাহতে পরিকল্পিত হামলা অব্যাহত থাকবে।
হামাস ইসরায়েলের উপর অতর্কিতে হামলা চালানোর পর ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আক্রমণে ২৯ হাজার ৭৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের আক্রমণে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছিল। পাশাপাশি ২৫০ জন ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় ১০০ জনেরও বেশি বন্দিকে মুক্তি দেওয়া হলে ১৩২ জন বন্দি এখনো গাজায় অবস্থান করছে।