আম্বানি পরিবারের সদস্যদের কার শিক্ষাগত যোগ্যতা কী?
ব্যবসায়ী মুকেশ আম্বানির নেতৃত্বাধীন আম্বানি পরিবার ভারতের অন্যতম প্রভাবশালী ও সম্পদশালী পরিবার। তাদের শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পেট্রোকেমিক্যাল, টেলিযোগাযোগ, রিটেইলসহ বিভিন্ন খাতে বিস্তৃত। মুকেশের দূরদর্শী নেতৃত্ব রিলায়েন্সকে অভূতপূর্ব সাফল্যের দিকে নিয়ে গেছে।
মুকেশের স্ত্রী নীতা আম্বানি জনহিতকর কাজ এবং শিক্ষা ও খেলাধুলায় অবদানের জন্য বিখ্যাত। এ দম্পতির সন্তান আকাশ, ইশা ও অনন্ত আম্বানি পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। তারা পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে পরিচয় তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছেন।
মুকেশ আম্বানি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএও করেন। তিনি মুম্বাইয়ের হিল গ্রেঞ্জ হাই স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন। স্কুলের পাট চুকানোর পর তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। এরপর ১৯৮০ সালে রিলায়েন্সে যোগ দেন।
মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি মুম্বাইয়ের নরসি মনজি কলেজ অভ কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। কর্মজীবনের শুরুর দিকে শিক্ষক হিসেবেও কাজ করেছেন।
মুকেশ ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। আকাশ মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেছেন।
আকাশ আম্বানির যমজ বোন ইশা আম্বানি ইয়েল বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান ও সাউথ এশিয়ান স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। ইশা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ছাত্রী। পরবর্তীতে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।
মুকেশ ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানিও ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভাইবোনদের মতো অনন্তও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন।
আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা মেহতা হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে । তিনি ২০১৯ সালে আকাশ আম্বানিকে বিয়ে করেন । শ্লোকা নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক এবং লন্ডন স্কুল অভ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।
মুকেশ আম্বানি ও নীতা আম্বানির একমাত্র জামাই, আনন্দ পিরামল লন্ডন স্কুল অভ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন ডিগ্রি অর্জনের আগে নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০১৮ সালে ইশা আম্বানিকে বিয়ে করেন তিনি ।
বিজনেস টাইকুন বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট মুম্বাইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুল এবং ইকোল মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করেছেন। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। নীতা আম্বানির মতো রাধিকাও একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী।
বিলিনিয়ার মুকেশ আম্বানি তার ছেলের জন্য জমকালো বিয়ের আয়োজন করছেন। রাধিকা মার্চেন্ট অনন্তের বান্ধবী। তিন দিনের প্রাক-বিবাহ আয়োজনের পর বিয়ে করতে চল্ছেন দুজনে। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে রিলায়েন্সের প্রধান তেল পরিশোধনাগারের কাছে জামনগরের একটি টাউনশিপে তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উদযাপন করা হয়। জুলাইয়ে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।