কত খরচ করলেন মুকেশ আম্বানি ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানে?
চোখ ধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং ফার্মাসিউটিক্যাল মোগল বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। মার্চের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত গুজরাটের জামনগরে আয়োজিত জমকালো এই তিনদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের তারকা, নামি খেলোয়াড় এবং বিশ্বের বড় বড় ধনকুবের।
এই প্রাক-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন পপ তারকা রিহানা। একসাথে মঞ্চে দেখা গেছে বলিউডের তিন খান শাহরুখ, সালমান এবং আমিরকে। বিলাসবহুল আয়োজনের জন্য সবার মনেই কৌতূহল জেগেছে, মুকেশ আম্বানি মোট কত খরচ করলেন তার ছেলে অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে।
ডেইলি মেইলের তথ্য অনুসারে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে আম্বানিরা প্রায় ১ হাজার ২৫৯ কোটি রুপি খরচ করেছেন।
ডেইলি মেইল আরো জানিয়েছে, শুধু ক্যাটারিংয়ের পেছনেই আম্বানিদের প্রায় ২১০ কোটি রুপি খরচ হয়েছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, রিহানার অসাধারণ পারফর্মেন্সের জন্য তাকে ৬৬ থেকে ৭৪ কোটি রুপি দেওয়া হয়েছে।
তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানের অতিথিদের মধ্যে ছিলেন শাহরুখ খান, শচীন টেন্ডুলকার, মার্ক জুকারবার্গের মত ব্যক্তিরা। এই অতিথিরা শুধু প্রাইভেট জেটেই ভ্রমণ করেননি বরং রোলস-রয়েসের মতো বিলাসবহুল গাড়িতে করে তাদেরকে বিমানবন্দরে আনা-নেওয়া করা হয়েছে।
সাজসজ্জা নিয়ে আম্বানি পরিবার কোন কার্পণ্যই করেনি। 'অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড' এবং 'এ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড' এর মতো থিমগুলোকে সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে।
মনীশ মালহোত্রা, তরুণ তাহিলিয়ানি, রাঘবেন্দ্র রাঠোর, আশিশ গুপ্ত, ভার্সেস, শ্যানেল এবং লুই ভিতোঁর মত দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড এবং স্টাইলিস্টদের পোশাক এবং গহনা পরিধান করেছেন আম্বানি পরিবারের সদস্যরা।
সবার মনেই প্রশ্ন জেগেছে, আম্বানির ছোট ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানের খরচ তার বড় ছেলের বিয়ের অনুষ্ঠানের খরচ থেকেও বেশি ছিল কি না? অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানেই আম্বানিরা খরচ করেছেন ১ হাজার ২০০ কোটি রুপির বেশী। অন্যদিকে বড় ছেলে আকাশ আম্বানির বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছিল প্রায় ৮২৮ কোটি রুপি।
আম্বানির বড় ছেলের বিয়েতে (যেটি বিশ্বের ব্যয়বহুল বিবাহগুলোর একটি হিসেবে বিবেচিত) পপ তারকা বিয়ন্সে পারফর্ম করেছিলেন যার জন্য তাকে ৩৩ থেকে ৪৯ কোটি রুপি দেওয়া হয়েছিল।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের অতি-আলোচিত প্রাক-বিবাহ অনুষ্ঠানের সমাপ্তির সাথে সাথেই সমস্ত মনোযোগ এখন তাদের বিয়ের দিকে চলে গেছে যেটি এই বছরের জুলাইতে অনুষ্ঠিত হবে।