সবচেয়ে লম্বা সময়ের রোজা যেসব দেশে
বিশ্বের উত্তর গোলার্ধের বেশ কিছু দেশের মুসলিমদের এ বছর ১৭ ঘণ্টা বা তার বেশী সময় রোজা রাখতে হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশের রোজাদারদের লম্বা সময় রোজা রাখতে হচ্ছে।
১. আইসল্যান্ড: সাড়ে ১৭ ঘণ্টা
প্রায় সাড়ে তিন হাজারের মত মুসলমানের বসবাস আইসল্যান্ডে। দেশটিতে এবার সেহরি করতে হচ্ছে ভোর ৫টা ১২ মিনিটের মধ্যে এবং ইফতার করতে হচ্ছে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে। রোজার শেষ দিকে দেশটিতে ১৭ ঘণ্টা ২৫ মিনিটের মত রোজা রাখতে হবে যেখানে সেহরি খেতে হবে রাত ৩টা ২০ মিনিটের মধ্যে এবং ইফতার করতে হবে রাত ৮টা ৪৫ মিনিটের মধ্যে।
২. ফিনল্যান্ড: ১৭ ঘণ্টা
ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে প্রথম রোজায় সেহরি করার শেষ সময় ছিল ভোর ৪টা ২৮ মিনিটে এবং ইফতার করতে হয়েছে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে। দেশটিতে শেষ রোজার সময়ে সেহরির শেষ সময় রাত ৩টা ১৭ মিনিট এবং ইফতার করতে হবে রাত ৮টা ২৬ মিনিটে। শেষ দিনে দেশটির রোজাদারদের ১৭ ঘণ্টার বেশী রোজা রাখতে হবে।
৩. নরওয়ে: ১৭ ঘণ্টা
নরওয়ের রাজধানী অসলোতে প্রথম রোজায় সেহরির শেষ সময় ছিল ভোর ৪টা ২২ মিনিট এবং ইফতার করতে হয়েছে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। দেশটিতে শুরুতে পৌনে ১৪ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে কিন্তু রোজার শেষ দিকে রাত ৩টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে।
৪. রাশিয়া (মস্কো): ১৬ ঘণ্টা
রাশিয়ার রাজধানী মস্কোতে রোজার শুরুতে ১৩ ঘণ্টা ২২ মিনিট রোজা রাখতে হচ্ছে। কিন্তু রোজার শেষ দিকে সেটি আরো তিন ঘণ্টা বৃদ্ধি পাবে। রাত ৩টা ৩৩ মিনিটের মধ্যে সেহরি খেয়ে ইফতার করার সুযোগ হবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
৫. জার্মানি: ১৬ ঘণ্টা
জার্মানির বার্লিনে রোজার শুরুতে সেহরি করার শেষ সময় ছিল ভোর ৪টা ৪২ মিনিট এবং ইফতার করতে হয়েছে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। শেষ রোজায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৮ মিনিটে এবং ইফতার করতে হবে রাত ৮টা ৯ মিনিটে। অর্থাৎ মোট ১৫ ঘণ্টা ৫১ মিনিট রোজা রাখতে হবে।
৬. ইংল্যান্ড: ১৫ ঘণ্টা
ইংল্যান্ডে শেষ রোজায় সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য প্রায় সোয়া ১৫ ঘণ্টা। প্রথম রোজায় সন্ধ্যা ৬টায় ইফতার করলেও দেশটিতে শেষ রোজায় প্রায় রাত ৮টায় ইফতার করতে হবে।
৭. কানাডা: ১৩ ঘণ্টা
প্রায় ১৮ লাখ মুসলিম বর্তমানে কানাডায় বসবাস করছেন। রাজধানী অটোয়ায় শুরুর দিকে ভোর ৬টায় ছিল সেহরির শেষ সময় এবং সন্ধ্যা ৭টার কিছু পরে ইফতার করতে হয়েছে রোজাদারদের। মোট পৌনে ১৩ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে দেশটির রোজাদারদের।
৮. তুরস্ক: পৌনে ১৩ ঘণ্টা
মুসলিমপ্রধান দেশ তুরস্কে এবার সেহরির প্রায় ১৪ ঘণ্টা পর ইফতার করতে হচ্ছে রোজাদারদের। আঙ্কারায় প্রথম রোজায় সেহরির শেষ সময় ছিল ভোর সাড়ে ৫টা এবং ইফতার করতে হয়েছে সন্ধ্যা ৬টা ৫২ তে। শেষ দিকে সেহরির শেষ সময় ভোর পৌনে পাঁচটা এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে।
৯. সৌদি আরব: পৌনে ১৪ ঘণ্টা
সৌদি আরবে এ বছর প্রায় ১৩ ঘণ্টা থেকে প্রায় ১৪ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে। রাজধানী রিয়াদে শুরুর দিকে সেহরির শেষ সময় ছিল ভোর ৫টা এবং ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা। শেষ রোজায় সেহরি করতে হবে ভোর সোয়া ৪টার মধ্যে।