শাওমি ১ লাখের বেশি অর্ডার পাওয়া বৈদ্যুতিক গাড়ির সরবরাহ শুরু করলো
চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি ঘোষণা দিয়েছে, বৈদ্যুতিক গাড়ি (ইভি) সরবরাহ শুরু করার পর থেকে কোম্পানিটির প্রথম বৈদ্যুতিক স্পোর্টস গাড়ি এসিইউ৭ এর জন্য ১ লাখের বেশি অর্ডার পেয়েছে৷
কোম্পানিটির সিইও এবং প্রতিষ্ঠাতা লেই জুন প্রথম ডেলিভারি উপলক্ষ্যে বেইজিংয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বলেছেন, "শাওমির গাড়ির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে স্মার্ট গাড়ির প্রকৃত বিপ্লব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং চীন অবশ্যই টেসলার মতো একটি দুর্দান্ত কোম্পানির জন্ম দেবে।"
শাওমি ৫ হাজার এসিইউ৭ বৈদ্যুতিক গাড়ির প্রথম ব্যাচ সরবরাহ করা শুরু করেছে যা 'ফাউন্ডার'স এডিশন' নামে পরিচিত। এতে প্রাথমিক ক্রেতাদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে৷
গাড়িটি নিয়ে গ্রাহকদের আগ্রহের জন্য মঙ্গলবার (২ মার্চ) কোম্পানিটির শেয়ার ১৬ শতাংশ বাড়লেও একটি ব্রোকারেজ শাওমিকে সতর্ক করে দিয়ে জানিয়েছিল, এ বছর প্রতি গাড়িতে কোম্পানিটির ১০ হাজার ডলার লোকসান হতে পারে। পরবর্তীতে বুধবার (৩ মার্চ) সকালে হ্যাং সেং সূচকের (এইচএসআই) ১.১ শতাংশ পতনের বিপরীতে শাওমির শেয়ারের ৩ শতাংশের বেশি পতন ঘটেছে।
বিশ্লেষকরা বলেন, বৈদ্যুতিক গাড়ির মূল্য নির্ধারণে তীব্র প্রতিযোগিতা এবং সীমিত চাহিদার জন্য শাওমির মত নতুন কোম্পানির (বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় প্রথম) টিকে থাকা কঠিন। কিন্তু শাওমির স্মার্টফোন বিক্রি থেকে যে বিশাল অঙ্কের উপার্জন আসে সেটি কোম্পানিটিকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি দেয় যা এটিকে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় টিকে থাকতে সহায়তা করবে। শাওমির ৩৭.৫ বিলিয়ন রাজস্বের একটি বড় অংশ আসে স্মার্টফোন বিক্রি থেকে।
২০২১ সালে শাওমি স্মার্ট বৈদ্যুতিক গাড়ি নির্মাণে আরও বেশি মনোযোগ দেয়। তারই অংশ হিসেবে কোম্পানিটি পরবর্তী দশকে এই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নেয়।