অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে অস্ট্রেলিয়ার অনুরোধ বিবেচনা করছেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করার ব্যাপারে অস্ট্রেলিয়ার অনুরোধ বিবেচনা করছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সমর্থনে জুলিয়ান অ্যাসাঞ্জকে অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনার জন্য একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে গোপন সামরিক নথি প্রকাশ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে তাকে প্রত্যর্পণের চেষ্টা করে যাচ্ছে।
অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি যা করেছেন সেটি সাংবাদিকতার অংশ হিসেবেই করেছেন।
বুধবার (৯ এপ্রিল) অস্ট্রেলিয়ার করা অনুরোধ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমরা এটি বিবেচনা করছি।"
গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এ সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে দেশটির প্রধানমন্ত্রী আলবানিজ সাংসদদের উদ্দেশ্য করে বলেছিলেন, "অ্যাসাঞ্জের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে। তবে মানুষের অবস্থান যাই হোক না কেন, এটি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না।"
৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করছেন।
গত মাসে লন্ডনের উচ্চ আদালত থেকে অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জকে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ না করার সিধান্ত নেওয়া হয়েছিল। আদালত থেকে অ্যাসাঞ্জের প্রথম সংশোধনী অধিকারের ব্যাপারে একাধিক আশ্বাস দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। পাশাপাশি অ্যাসাঞ্জকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না— এ বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে বলা হয়েছিল। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো দিতে ব্যর্থ হয় তাহলে মে মাসে একটি শুনানিতে অ্যাসাঞ্জকে তার প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করার অনুমতি দেওয়া হবে।
বাইডেনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা বলেছেন: "সঠিক কাজটি করুন। অভিযোগ তুলে নিন।"
উইকিলিকসের বর্তমান প্রধান সম্পাদক ক্রিস্টিন হাফনসন বলেছেন, প্রত্যর্পণের প্রচেষ্টা বন্ধ করতে 'খুব দেরি হয়ে যায়নি'। তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের পূর্বসুরীরা অ্যাসাঞ্জের সাথে যেটি করেছেন তা ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত।
২০০৬ সালে উইকিলিকসের প্রতিষ্ঠা করেছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১০ সালে উইকিলিকস কয়েক হাজার গোপন মার্কিন নথিপত্র প্রকাশ করে দেয়। মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংয়ের ফাঁস করা হাজার হাজার গোপন নথি প্রকাশ করেছিল উইকিলিকস। ২০১০ সালে গোপন নথি ফাঁস করার অভিযোগে প্রাথমিকভাবে ম্যানিংয়ের ৩৫ বছরের কারাদণ্ড হলেও সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ২০১৭ সালে তার সাজা কমিয়েছিলেন।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়