জার্মানিতে আমরা সবাই গাঁজা সেবন করি না, চীনা শিক্ষার্থীকে আশ্বস্ত করলেন শোলজ
চীনে গাঁজা উপভোগ নিষিদ্ধ। অন্যদিকে জার্মানি গাঁজার ব্যবহারকে বৈধ ঘোষণা করেছে। তাহলে চীনের কোনো শিক্ষার্থী যদি জার্মানি পড়তে যান, তাহলে তাকে কি গাঁজা সেবন করতে হবে?
এ নিয়ে বোধহয় দুশ্চিন্তায় ছিলেন চীনের এক শিক্ষার্থী। তাকে আশ্বস্ত করে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ সাংহাইয়ে চীনা শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তারা জার্মানিতে পড়তে গেলে তাদেরকে গাঁজা সেবন করতে হবে না।
সোমবার তিনি আরও বলেন, গাঁজা বৈধ করলে এটির ব্যবহার কমে যাবে, এমন আশা থেকেই এ মাদকটি বৈধ করেছে তার দেশ।
চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রশ্নে এমন উত্তর দিয়েছেন জার্মান চ্যান্সেলর। ওই ছাত্র তার কাছে জানতে চেয়েছিলেন, জার্মানিতে পড়তে গেলে তাকে গাঁজা খেতে হবে কি না।
গত ফেব্রুয়ারিতে গাঁজাকে বৈধ করতে আইন পাশ করেছে জার্মানি। এর ফলে দেশটির নাগরিক ও প্রতিষ্ঠান সীমিত পরিমাণে গাঁজার চাষ করতে ও মালিক হতে পারবে।
'আমরা চাই না আরও বেশি মানুষ গাঁজা সেবন করুক, বরং চাই গাঁজা নেওয়া ব্যক্তিদের সংখ্যা কমুক। আমরা চাই গাঁজা নিয়ে মানুষ আরও বেশি জানুক,' শোলজ বলেন।
'উত্তরটা খুব সাধারণ: গাঁজা সেবন করো না। এ বছর আমি পঁয়ষট্টিতে পড়ব এবং আমি কখনো গাঁজা সেবন করিনি।'
জার্মান চ্যান্সেলর বর্তমানে চীন সফর করছেন। মঙ্গলবার চীনের নেতাদের সঙ্গে বেইজিংয়ে তার সাক্ষাতের কথা রয়েছে।
জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে জার্মানির প্রায় ৪০ লাখ মানুষ গাঁজা সেবন করেছেন।