স্যামসাংয়ের কাছে স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান হারাল অ্যাপল!
চীনে জটিলতাসহ নানা কারণে আইফোনের বিপণনে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের সদ্য প্রকাশিত এ রিপোর্ট কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য বেশ অস্বস্তির।
তবে বিপণনে এমন নিম্নমুখী প্রবণতা খুব একটা বড় বিষয় বলে মনে করছে না বিশ্লেষকেরা। বরং অ্যাপল যদি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নজর দেয় তবে জলদিই কোম্পানিটি ফের ভালো অবস্থানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছর আইফোন বিক্রিতে নিম্নমুখী প্রবণতার প্রভাব শেয়ার বাজারেও দেখা গিয়েছে। সেক্ষেত্রে অ্যাপলের শেয়ার ২০২৪ সালে প্রায় ৯ শতাংশ কমে গেছে।
গত রবিবার ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের প্রকাশিত রিপোর্টে দেখা যায়, চলতি বছরের প্রথম চতুর্থাংশে আইফোনের শিপমেন্ট ৯.৬ শতাংশ কমে গিয়েছে। সংখ্যার হিসেবে বর্তমানে ফোনটির শিপমেন্টের পরিমাণ ৫০.১ মিলিয়ন ইউনিট।
এমতাবস্থায় শিপমেন্টের দিক দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে স্যামসাং। চলতি বছরের প্রথম চতুর্থাংশে এর শিপমেন্টের পরিমাণ ৬০.১ মিলিয়ন ইউনিট।
যদিও স্যামসাং কোম্পানিরও গতবছরের একই সময়ের তুলনায় এই শিপমেন্টের পরিমাণ কম। তবে গতবছর থেকে শিপমেন্টে শীর্ষস্থানে ছিল অ্যাপল।
এই বিষয়ে পোর্টফোলিও অ্যানালাইসিসের ক্লাব ডিরেক্টর জেফ মার্কস বলেন, "হ্যাঁ, আইফোনের বিক্রি কমেছে। যতক্ষণ না নতুন আইফোনে এআই-এর সংযোজন ঘটছে, ততক্ষণ আইফোনের এই অবস্থার পরিবর্তন হবে বলে মনে হয় না।"
এদিকে ব্লুমবার্গের গত সপ্তাহের রিপোর্টে জানা যায়, অ্যাপল নতুন ম্যাক ল্যাপটপে এআই চালিত এম৪ চিপগুলি যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে৷
জিম ক্রেমার গত বৃহস্পতিবার বলেন, "অ্যাপল বিনিয়োগকারীদের বিশ্বাস রাখা দরকার। কারণ এই ম্যানেজমেন্ট টিমে দুর্দান্ত কিছু করবে।"
জিম অনুমান করেন, "যদি তারা এআই চিপগুলি ম্যাক-এ সংযোজন করতে পারে, তবে তারা আইফোনেও এটি সংযোজন করতে পারবে।"
অনুবাদ: মোঃ রাফিজ খান