শোকাবহ গাজা: ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড জিতল শোকার্ত ফিলিস্তিনির এ ছবি
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত এক শোকার্ত ফিলিস্তিনি নারী তার ছোট্ট ভাতিজির লাশ জড়িয়ে ধরে তোলা একটি ছবি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে।
বার্তা সংস্থা রয়টার্সের মোহাম্মদ সালেমের তোলা ছবিতে দেখা যায়, ইনাস আবু মামার (৩৬) নামের এক নারী পাঁচ বছর বয়সী ভাতিজি স্যালির লাশ আঁকড়ে ধরে আছেন। গত অক্টোবরে দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের বাড়িতে একটি ক্ষেপণাস্ত্রের হানা আঘাতে মা ও বোনের সঙ্গে নিহত হয় স্যালি।
১৭ অক্টোবর খান ইউনিসের নাসের হাসপাতালে আবু মামার মর্গে তার ভাতিজির কাফনে মোড়ানো লাশ শক্ত করে ধরে কাঁদছেন।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর চলমান সংঘাত শুরুর ১০ দিন পর ছবিটি তোলা হয়।
সালেমকে উদ্ধৃত করে ওয়ার্ল্ড প্রেস ফটো বলেছে, 'এটি ছিল একটি কঠিন ও দুঃখজনক মুহূর্ত এবং আমি অনুভব করেছি যে ছবিটি গাজা উপত্যকায় যা ঘটছিল তার বৃহত্তর অর্থকে তুলে ধরেছে।'
জুরি চেয়ারওম্যান ফিওনা শিল্ডস বলেন, 'এটি সত্যিই গভীর অর্থসম্পন্ন একটি ছবি।'
তিনি বলেন, 'ছবিটি একবার দেখলেই মনের ভেতরটা ভারী হয়ে ওঠে। এটি সংঘাতের ভয়াবহতা ও নিরর্থকতা সম্পর্কে সত্যিই এক আক্ষরিক ও রূপক বার্তা হিসেবে কাজ করে।'
শিল্ডস আরও বলেছেন, 'এটি শান্তি প্রতিষ্ঠার পক্ষে একটি অবিশ্বাস্যরকম শক্তিশালী যুক্তি।'
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি