বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে ভোট গ্রহণ শুরু
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে ৬ সপ্তাহের নির্বাচনে শুক্রবার (১৯ এপ্রিল) থেকে ভোট দিতে শুরু করেছেন লাখ লাখ ভারতীয়।
হিমালয় পর্বতমালা থেকে গ্রীষ্মমণ্ডলীয় আন্দামান দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রথম ২১টি রাজ্যে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে আগে থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়াতে শুরু করেন।
১ জুন পর্যন্ত চলা এই নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভোটার ভোট দিবেন যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি। তারা ভোটের মাধ্যমে ৫ বছরের জন্য পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩ জন সদস্যকে নির্বাচিত করবেন। ভোট গণনা হবে ৪ জুন।
রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) তিনি বলেন, 'আমি বিশেষ করে তরুণ এবং প্রথমবারের ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সর্বোপরি প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ!'
এই নির্বাচনকে ভারতের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে এবং এটি মোদির রাজনৈতিক আধিপত্যের সীমা পরীক্ষা করবে। নির্বাচনে জিতলে জওহরলাল নেহরুর পর মোদিই হবেন দ্বিতীয় ভারতীয় নেতা যিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন।
বেশিরভাগ জরিপে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন বিস্তৃত বিরোধী জোট এবং শক্তিশালী আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে মোদি ও তার হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।