বেঙ্গালুরুতে ভোটারদের আকৃষ্ট করতে বিনামূল্যে বিয়ার ও ট্যাক্সিতে যাতায়াতের সুযোগ
ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর অনেকগুলো কোম্পানি সাধারণ নির্বাচনে ভোটার অংশগ্রহণ বাড়াতে মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ানো থেকে শুরু করে ট্যাক্সি ভাড়ায় ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির
সাধারণত নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় প্রতিবারই আলোচনা হয় কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুকে নিয়ে।
তাই হোটেল, ট্যাক্সি পরিষেবা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো জনগণকে ভোট দিতে উত্সাহিত করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিয়ার, ট্যাক্সি ভাড়ায় ছাড় এবং এমনকি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ।
এদিকে, কিছু খাবারের দোকানে খাবার খেতে হলে গ্রাহকদের ভোট দেওয়ার প্রমাণ হিসেবে নিজেদের আঙুলে থাকা অমোচনীয় কালির দাগ দেখাতে হবে।
ভারতের সাত ধাপের নির্বাচনের দ্বিতীয় দফায় শুক্রবার শহরটিতে ভোট হবে।
বুধবার রাজ্যের হাইকোর্ট, হোটেলগুলোর একটি সংগঠনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে বিনামূল্যে বা ছাড়ে খাবার খাওয়ানোর অনুমতি দিয়েছে।
হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি পিসি রাও বেঙ্গালুরু মিরর সংবাদপত্রকে বলেছেন, 'বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে ভোটারদের বিভিন্ন জিনিস সরবরাহ করবে।'
তিনি আরও বলেন, 'কিছু জায়গায় গরম থেকে বাঁচতে বিনামূল্যে কফি, দোসা এবং ফলের রস সরবরাহ করা হবে। এছাড়া কিছু আউটলেট সব ধরনের খাবারের দামে ছাড় দেবে ।
২০১৯ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনে কর্ণাটক রাজ্যের সর্বনিম্ন (৫৩.৭%) ভোট পড়ে বেঙ্গালুরু দক্ষিণ আসনে। এছাড়া বেঙ্গালুরু সেন্ট্রাল (৫৪.৩%) এবং বেঙ্গালুরু উত্তরেও (৫৪.৭%) ভোটদানের হার কম ছিল, যেখানে রাজ্যের মোট ভোটদানের হার ছিল ৬৮%।
বেশিরভাগ কোম্পানি গত সপ্তাহে বাসিন্দাদের ভোট দিতে উত্সাহিত করতে শুরু করে। তবে বুধবার আদালতের আদেশের পরে বিভিন্ন অফার ঘোষণা করেছে তারা।
জনপ্রিয় বিনোদন পার্ক ওয়ান্ডারলা ভোটারদের টিকিটের দামে ছাড়া দিচ্ছে। অন্যদিকে শহরের একটি পাব ডেক অব ব্রিউস তার প্রথম ৫০ জন গ্রাহককে বিনামূল্যে বিয়ার দিচ্ছে।
এদিকে রাইড শেয়ারিং অ্যাপ ব্লু-স্মার্ট ভোটকেন্দ্রের ৩০ কিলোমিটারের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের ৫০ শতাংশ ছাড় দিচ্ছে এবং ট্যাক্সি এগ্রিগেটর র্যাপিডো প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক ভোটারদের বিনামূল্যে যাত্রার সুযোগ দিচ্ছে।
মিস্টার ফিলি'স এর সহ-প্রতিষ্ঠাতা গোপী চাঁদ চেরুকুরি ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রকে বলেন, 'গণতন্ত্র এবং ভোটের গুরুত্ব উদযাপনের এটাই আমাদের সর্বোত্তম উপায়। রেস্তোরাঁয় প্রথম ১০০ জন ভোটারকে বার্গার ও মিল্কশেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।'
তিনি বলেন, 'আমরা আশা করি, এই উদ্যোগ বেঙ্গালুরুর নাগরিকদের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উত্সাহ জাগাবে।'