গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি কবি রেফাত আলারিরের মেয়ে
শুক্রবার (২৬ এপ্রিল) গাজা শহরের পশ্চিমে এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় বিশিষ্ট ফিলিস্তিনি কবি রেফাত আলারিরের মেয়ে শাইমা রেফাত আলারির পরিবারসহ নিহত হয়েছেন। চারমাস আগে একই ধরনের হামলায় নিহত হয়েছিলেন তার বাবা বিশিষ্ট কবি রেফাত আলারিরও।
প্রত্যক্ষদর্শী এবং স্বজনদের মাধ্যমে জানা যায়, হামলায় শাইমার স্বামী ও তাদের দুই মাসের পুত্রসন্তানও নিহত হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা সিএনএনকে বলেন, মোট তিনটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বাড়িটিতে আঘাত করে। এতে বাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
হামলার বিষয়ে মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে– ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সিএনএনকে বলে, "হামলাটি আন্তর্জাতিক আইন অনুসরণ করে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করেই করা হয়েছিল।" এর বাইরে তেমন মন্তব্য করেনি তারা।
এর আগে, গত বছরের ডিসেম্বরে একই শহরের শুজাইয়া পাড়ায় ইসয়ায়েলি বিমান হামলায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন শাইমার বাবা রেফাত আলারিরও।
অক্টোবরে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেছিলেন, গাজা শহরে তার বাড়ি। তিনি সেখানেই থাকবেন। স্ত্রী এবং ছয় সন্তানকে সঙ্গে নিয়ে কিছুটা নিরাপদ দক্ষিণের দিকে পালিয়ে যাবেন কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছিলেন।
৪৪ বছর বয়সী এ লেখক এবং শিক্ষাবিদ আরও বলেছিলেন, উত্তরে থাকা ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প নেই, কারণ তাদের 'আর কোথাও যাওয়ার নেই।'