ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ পেলেন গাজার ফিলিস্তিনি সাংবাদিকরা
গাজা যুদ্ধের সংবাদ সংগ্রহকারী ফিলিস্তিনি সাংবাদিকদের ২০২৪ সালের 'ইউনেস্কো/গিলেরমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ' প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) চিলির সান্তিয়াগো শহরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সম্মেলনে ইউনেস্কো তাদের এ পুরস্কার প্রদান করে।
বিচারক দলের সভাপতি মরিসিও উইবেল বলেন, ''এই আঁধার ও নিরাশার সময়ে, এমন অনিশ্চিত পরিস্থিতিতে যেসব ফিলিস্তিনি সাংবাদিক এই সংকটের খবর বিশ্বের সামনে তুলে ধরছেন, আমরা তাদের প্রতি জোর সংহতি ও স্বীকৃতি জানাই।''
তিনি বলেন, ''মানবতা হিসেবে তাদের সাহস এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতির প্রতি আমাদের বিশাল ঋণ রয়েছে।''
শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘ সংস্থার মহাপরিচালক অড্রে আজুলাই বলেন, পুরস্কারটি ''কঠিন এবং বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়া সাংবাদিকদের সাহসের প্রতি শ্রদ্ধা'' জানাচ্ছে।
সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) তথ্যমতে, গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৯৭ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯২ জনই ফিলিস্তিনের।
উল্লেখ্য, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রতিবছরের ৩ মে এ পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এ পুরস্কারের অর্থমূল্য হিসেবে বিজয়ী বা বিজয়ীদের ২৫ হাজার মার্কিন ডলার ও পদক প্রদান করা হয়।