বিক্ষোভের মধ্যে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে ক্যাম্পাসে চলমান কয়েক সপ্তাহের বিক্ষোভের পরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে। আগামী ১৫ মে অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বিবেচনা করে স্বল্প পরিসরে অনুষ্ঠান করার কথা জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, ছাত্র নেতাদের সাথে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৬ মে) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলাম্বিয়া ইউনিভার্সিটি সোমবার এক বিবৃতিতে বলেছে, "আমাদের শিক্ষার্থীরা বলেছে যে তারা ছোট স্কুল-ভিত্তিক উদযাপন পছন্দ করে। ছোট পরিসরে স্কুলভিত্তিক স্নাতক সমাপনী উদযাপন অনুষ্ঠান তাদের ও তাদের পরিবারের জন্য অত্যন্ত অর্থবহ। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী স্কুল-ভিত্তিক উদযাপনের মাধ্যমে তাদেরকে নিরাপদ রেখে সুন্দর ভাবে অনুষ্ঠান শেষ করতে চাই।"
গত সপ্তাহেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হ্যামিলটন হল দখল করেছিল বিক্ষোভকারীরা। গাজায় নিহত ছয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের স্মরণে তারা ভবনটির নতুন নামকরণ করেছিল 'হিন্দস হল'। তারপর নিউ ইয়র্ক পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ভবনটি থেকে বের করে দেয়। এসময় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছিলেন, পুলিশকে শেষ ভরসা হিসেবে ক্যাম্পাসে যেতে বলা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান শেষ হওয়ার পরেও ১৭ মে পর্যন্ত পুলিশ ক্যাম্পাসে অবস্থান করবে।
বিক্ষোভকারীরা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলের সাথে সম্পর্কিত যেকোনো প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ বন্ধ করার দাবি জানিয়ে আসলেও চলমান বিক্ষোভের মধ্যেই একাধিকবার ইহুদী-বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ক্যাম্পাসে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। তাদের চলমান বিক্ষোভের কারণে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫টি রাজ্য এবং ওয়াশিংটন ডিসি জুড়ে প্রায় ১৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হিসেব অনুযায়ী, দেশব্যাপী ক্যাম্পাসগুলো থেকে প্রায় আড়াই হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে সেটি এখন পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে ম্যাসাচুসেটস পর্যন্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। টেক্সাস, উটাহ, ভার্জিনিয়া, উত্তর ক্যারোলিনা, নিউ মেক্সিকো, কানেকটিকাট, লুইসিয়ানা, ক্যালিফোর্নিয়া এবং নিউ জার্সি সহ বিভিন্ন রাজ্যের অনেক ক্যাম্পাসে গত তিন সপ্তাহ ধরে আন্দোলনকারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়