২০৩০ সালের মধ্যে সিক্স-জি আনতে চায় আমিরাত, স্থানান্তর করা যাবে মানুষের ৫ ইন্দ্রিয়
মোবাইল নেটওয়ার্কের ষষ্ঠ প্রজন্ম চালু করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ২০৩০ সাল নাগাদ সিক্স-জি নেটওয়ার্ক চালু করতে চায় এটি।
ষষ্ঠ প্রজন্মের এ নেটওয়ার্ক ব্যবহার করে মানুষ তার পঞ্চেন্দ্রিয় ডিজিটাল পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারবেন।
গত মাসের শেষে দেশটির টেলিকমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (টিডিআরএ) সিক্স-জি মোবাইল নেটওয়ার্কিং খাতের বিকাশের জন্য সমীক্ষা ও গবেষণা শুরু করার বিষয়ে বিস্তৃত কৌশল প্রকাশ করেছে।
২০১৮ সালে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্কের সূচনা করেছিল আরব আমিরাত। বর্তমানে সেখান অগ্রসর ফাইভ-জি নেটওয়ার্ক (৫.৫জি) উন্নয়নের কাজ চলছে।
টিডিআরএ এক বিবৃতিতে জানিয়েছে, সিক্স-জি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, সমীক্ষা ও টেকনিক্যাল মানদণ্ড স্থাপনের জন্য এ বছর একটি কমিটি গঠন করা হবে। এতে নেতৃত্ব দেবে দেশটির খলিফা ইউনিভার্সিটি।
সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন, সেন্সিং ইত্যাদি খাতে নতুন সক্ষমতা যোগ করবে সিক্স-জি নেটওয়ার্ক।
এর মাধ্যমে দৃশ্য, শব্দ, স্বাদ, স্পর্শ, ও গন্ধ — মানুষের এ পাঁচ ইন্দ্রিয় ডিজিটাল উপায়ে সারাবিশ্বে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যাবে বলে প্রত্যাশা করছে টিডিআরএ।
'অটোনোমাস ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমস, দূরবর্তী শল্যচিকিৎসা ও রোগনির্ণয় ইত্যাদি খাতে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সিক্স-জির,' বিবৃতিতে জানিয়েছে টিডিআরএ।