স্টিফেন কিংয়ের নতুন গল্প: লিখতে লেগেছে ৪৫ বছর
স্টিফেন কিংয়ের ছোটগল্পের নতুন বই 'ইউ কলড ইট ডার্কার' প্রকাশিত হয়েছে। যার মধ্যে একটি গল্প লিখতে তার ৪৫ বছর সময় লেগেছে।
ছোটগল্পের বইটিতে রয়েছে মোট ১২টি বই। হররধর্মী লেখক এই বইয়ে থাকা গল্পগুলোর বর্ণনা বেশ রোমাঞ্চকর। কিছু গল্প আবার হাস্যরসাত্মক।
বইটি নিয়ে উপস্থাপক ম্যারি লুইস কেলি লেখক স্টিফেন কিংয়ের সাথে কথা বলেছেন। সেখানে তুলে ধরা হয়েছে ছোটগল্পটি লেখার পেছনে নেপথ্যের গল্প।
ম্যারি লুইস: আমি আপনাকে 'দ্য এনসার ম্যান' গল্পটি সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। আপনি এটি লেখা ৩০ বছর বয়সে শুরু করেছিলেন। ৭৫ বছর বয়সে লেখা শেষ হয়। এমন কী হয়েছিল?
স্টিফেন কিং: আমি গল্পটি প্রায় হারিয়েই ফেলেছিলাম। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমি গল্প লেখা শুরু করি এবং সেটা সবসময় সমাপ্তও করি না। এক্ষেত্রে যেগুলো লেখা শেষ হয় না সেগুলো ড্রয়ারে রেখে দেই এবং ভুলে যাই। পাঁচ বছর আগে আমার শেষ করা কিংবা না করা কাজগুলো আর্কাইভে রাখার জন্য সংগ্রহ করা হয়। সেক্ষেত্রে তারা সকল স্থান থেকে লেখাগুলো সংগ্রহ করতে থাকলো। আমি খুব গুছিয়ে থাকার মতো মানুষ নই। আমার ভাগ্নে জন লিওনার্ড এই গল্পটি খুঁজে পায়। যেটি সম্ভবত ৭০ এর দশকে লেখা হয়েছিল। তখন ও আমাকে বলে, "এটা বেশ ভালো লেখা। তোমার এটি লেখা শেষ করা উচিত।" তখন আমি লেখাটি পড়ি ও বলি, "আমার মনে হয়, এখানে কীভাবে শেষ করতে হবে আমি সেটা বুঝতে পেরেছি।" এরপর আমি লেখা শেষ করি।
ম্যারি লুইস: আচ্ছা। পাঠকদের গল্পটি সম্পর্কে একটু বলার চেষ্টা করুন। প্রথম ছয় পৃষ্ঠা আপনি হোটেলে (৭০ এর দশকে) লেখার চেষ্টা করেছেন। সেটা এখন ৫০ পৃষ্ঠার গল্প হয়েছে৷ আপনি এখানে অন্যসব গল্পের মতোই ভাগ্য নিয়ে লিখতে চেয়েছেন। মানে কিছু বিষয় আছে যেগুলো আমাদের সাথে ঘটবেই। এর ওপর আমাদের হাত নেই। আপনি কি এটায় বিশ্বাস করেন?
স্টিফেন কিং: উত্তরটা হচ্ছে, আমি ঠিক জানি না৷ আমি যখন গল্প লিখি, আমি যেমনটা ভাবি সেটাই লেখার চেষ্টা করি। সেক্ষেত্রে এই কথার প্রকৃত উত্তর কি হবে আমি জানি না৷
অনুবাদ: মোঃ রাফিজ খান